শিরোনাম
◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের ◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:১৩ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো রাতে মাটি বহনকারী ট্রাক্টর চালকের 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় হুসাইন ওরফে ভোলা (২০) নামে ট্রাক্টরের চালক নিহত হয়েছে। এতে দুমড়ে মুচড়ে গেছে ট্রাক্টরটি। শুক্রবার রাত ১২ টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশনের ২’শ গজ দুরে সোয়াদী গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১২ টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টরের ট্রলিতে করে মাটি নিয়ে সাফদারপুরে দিকে যাচ্ছিলো চালক হুসাইন।সেসময় সোয়াদী গ্রামের রেল গেট পার হওয়ার সময় রেললাইনের উপর ট্রাক্টরটি বিকল হয়ে যায়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে মুচড়ে যায় বিকল হয়ে থাকা ট্রাক্টর, আর ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক হুসাইনের। নিহত চালক হুসাইন হলেন চুয়াডাঙ্গা জেলার  দর্শনা থানার গয়েরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
তবে এলাকাবাসীর অভিযোগ গেটম্যান ডিউটিতে না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, লাইন ক্লিয়ার দিয়ে ট্রেন ছাড়া কিছুক্ষণ পরে একটি বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে স্থানীয় মানুষ জড়ো হতে থাকে আমরাও গিয়ে দেখি দুর্ঘটনা কবলিত হয়েছে ট্রাক্টর আর ট্রেন। সেখানেই ট্র্যাক্টার চালকের মৃত্যু হয়। ঘটনাটি রেলে পুলিশকে অবগত করা হয়েছে। যশোর রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মনিতোষ কুমার জানান, মাটি বোঝায় একটি ট্রাক্টর রেললাইন পার হাওয়ার সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্র্যাক্টর চালকের মৃত্যু হয়েছে। মৃত দেহ উদ্ধার করা হয়েছে। খুলনা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়