শিরোনাম
◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৩:৪৮ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বিশেষ অভিযানে ১৩ বাংলাদেশি গ্রেফতার

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ত্রিপুরা ও মেঘালয় থেকে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (৩ মার্চ) সরকারি কর্মকর্তা সূত্রে ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, রোববার সন্ধ্যায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরার গোমতি জেলার নতুনবাজার এলাকার উপজাতি অধ্যুষিত ধনিয়াবাড়িতে অভিযান চালায় বিএসএফ। এ সময় অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় চারজনকে গ্রেফতার করা হয়।

বিএসএফের একজন কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে দু’জন ত্রিপুরার গোমতি জেলার নতুন বাজার এলাকার বাসিন্দা। এছাড়া বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। পরে নতুনবাজারে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে বিএসএফের আরেকটি দল। তাদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় তদন্ত চলমান বলে জানিয়েছেন তিনি।

পিটিআইয়ের অপর এক প্রতিবেদনে বলা হয়, আরেক রাজ্য মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে বিএসএফ। তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি নাগরিক।

সোমবার বিএসএফের এক কর্মকর্তা বলেন, মেঘালয় সীমান্তে গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ কোটি রুপিরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়। গ্রেফতারকৃত বাংলাদেশিদের কাছে ভারতে প্রবেশের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়