শিরোনাম
◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৮ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত প্রধানকে অপসারণ

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে বাংলাদেশি আখ্যা দিয়ে পদ থেকে অপসারণ করা হয়েছে। রসিদাবাদ নামের একটি গ্রামের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনকে তার পদ থেকে অপসারণ করেছে স্থানীয় প্রশাসন।

সোমবার দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভলি খাতুনের ওবিসি সার্টিফিকেট আগেই বাতিল করা হয়েছিল। তিনি বাংলাদেশি নাগরিক বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ভুয়া নথি ব্যবহার করে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার অভিযোগও রয়েছে।

লাভলি খাতুনের পঞ্চায়েত সদস্যের পদ বাতিল করলেও তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তা এখনও জানা যায়নি। স্থানীয় জেলা প্রশাসন সূত্র বলছে, লাভলি খাতুনকে পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারণ করা হয়েছে। ওবিসি সার্টিফিকেট খারিজ হওয়ার পর লাভলির পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত প্রধানের পদ যাওয়াটা শুধু আনুষ্ঠানিকতা ছিল।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, লাভলি খাতুনকে সরিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে উপ-প্রধানকে। তবে এ ব্যাপারে লাভলির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মালদহর রসিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনকে বাংলাদেশি আখ্যা দিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন সেখানকার এক পরাজিত প্রার্থী। সেই মামলায় মহকুমা শাসককে শুনানির পর সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। পরে গত ২৯ জানুয়ারি লাভলির ওবিসি সার্টিফিকেট বাতিল করে প্রশাসন।

পরে জানা যায় লাভলি খাতুনের আসল নাম নাসিয়া শেখ। তার বাবার নাম জামিল বিশ্বাস। রাজ্যে মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর লাভলি খাতুন ভারতে অনুপ্রবেশ করেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে ২০১৫ সালে ভারতের ভোটার হন তিনি। স্থানীয়রা বলেছেন, ২০১৮ সালে ভুয়া জন্ম সনদ তৈরি করেন তিনি। এরপর স্থানীয় বাঘমারা এলাকার শেখ মুস্তাফা নামে এক ব্যক্তিকে বাবা পরিচয় দিয়ে নিজেকে ভারতীয় বলে দাবি করেন তিনি।

বাঘমারা এলাকার বাসিন্দাদের দাবি, শেখ মুস্তাফার সব সন্তানকে চেনেন তারা। লাভলি খাতুন নামে ওই ব্যক্তির কোনও সন্তান নেই। এছাড়া যাদের সাক্ষী হিসাবে উল্লেখ করে হাইকোর্টে হলফনামা পেশ করেছেন লাভলি, তারা বলেছেন তাদের সই জাল করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়