শিরোনাম
◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৩৪ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ির ছাদে চলছিল প্রেম! প্রেমিকার মায়ের হাতে ধরা পড়়তেই জুতোর বাড়ি জুটল প্রেমিকের (ভিডিও)

প্রেমিকের সঙ্গে ছাদে চলছিল প্রেম, প্রেমিকের কিছুটা দুঃসাহস দেখে ফেললেন প্রেমিকার মা। সেই মুহূর্তে ধরে পড়ে প্রেমিকার মায়ের হাতে জুতোর বাড়ি খেয়ে পালাতে বাধ্য হল প্রেমিক। মেয়ের প্রতিও রাগে গজগজ করতে থাকলেন মা। এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নানা মন্তব্য ভেসে আসছে। ইতিমধ্যেই চতুর্দিকে ভাইরাল হয়েছে প্রেমিককে জুড়োর বাড়ি দেওয়ার ভিডিও। একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। জানা যায়, প্রেমিক লুকিয়ে দেখা করতে এসেছিলেন প্রেমিকার সঙ্গে। ছাদে গিয়ে খানিকটা দুঃসাহসী হয়ে ওঠার প্রবণতা দেখিয়েছিল প্রেমিক। গোপনে দেখা করতে এসে ফ্যাসাদে পড়ে গেলেন ওই যুবক। 

সোস্যাল মিডিয়ায় ঘর কা কলেশ নামের একটি হ্যান্ডল থেকে ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ছাদের উপর প্রেমিকের সঙ্গে তাঁর মেয়েকে দেখে এক জন মা কেমন রেগে গিয়েছেন তা প্রকাশ পেয়েছে এই ভিডিও-তে। যদিও সেই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি। ভিডিওর শুরুতে দেখা গিয়েছে এক যুবতী দাঁড়িয়ে আছেন উৎকন্ঠা নিয়ে। আর তাঁর মা সন্দেহজনকভাবে চারপাশে তল্লাশি করতে থাকেন, মনে হচ্ছে যেন কাউকে খুঁজছেন যুবতীর মা । দেখা যায়, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর যুবতীর মা দেখতে পান ছাদে লুকিয়ে থাকা এক যুবককে। এরপর রাগে অন্ধ হয়ে কোনকিছু না ভেবে তিনি পায়ের চটি টেনে খুলে তাঁকে মারতে শুরু করেন। প্রেমিকার মায়ের হাতে মার খেয়ে ওই যুবক দৌড়ে পালিয়ে যান। মায়ের হাত থেকে রেহাই পায় নি মেয়েও। প্রেমিক পালিয়ে যাওয়ায় মেয়ের উপর নিজের রাগ প্রকাশ করেন মা। তাঁকেও চটি দিয়ে দু চার ঘা বসিয়ে দেন।

জানা গিয়েছে, ভাইরাল ভিডিওটি কোন প্রতিবেশী অন্য বারান্দা থেকে গোপনে রেকর্ড করেছিলেন। এই ভিডিও থেকে এই ঘটনা কোথায় কবে ঘটছে সে সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য নেই । তবে, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে-তে ভাইরাল ভিডিওটি পোস্ট হতেই সমাজমাধ্যমের ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই নজর কেড়েছে নেটদুনিয়ায়। মজার মজার প্রতিক্রিয়াও দিতে শুরু করেছেন নেটিজেনরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়