শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত কেউই কাউকে ছাড়া চলতে পারবে না: ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেছেন, ভারত ও বাংলাদেশ কেউই কারও সাহায্য ছাড়া চলতে পারবে না। তিনি আশাবাদ প্রকাশ করেছেন যে, প্রতিবেশী দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সংযোগ প্রকল্পগুলোর মধ্যে যেগুলো এরই মধ্যে সম্পন্ন হয়েছে বা প্রায় সম্পন্নের পথে সেগুলোর কার্যক্রম ভবিষ্যতে শুরু হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার ত্রিপুরার রাজধানী আগরতলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী মানিক সাহা এসব কথা বলেন। এ সময় তিনি বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে যৌথ কিছু প্রকল্পের কথা তুলে ধরে আশাবাদ প্রকাশ করেন যে, স্থবির এসব প্রকল্পের কাজ শিগগির শুরু হবে।

মানিক সাহা বলেন, ‘আমরা এরই মধ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন করেছি এবং মৈত্রী সেতু নির্মিত হয়েছে। আগরতলা ও বাংলাদেশের আখাউড়ার মধ্যে রেল যোগাযোগও স্থাপিত হয়েছে। সবকিছু প্রস্তুত। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কিছু সমস্যা হয়েছে...তবে আমি নিশ্চিত, এটি (আন্তর্জাতিক রেল সংযোগ) ভবিষ্যতে শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হবে। কারণ বাংলাদেশও ভারতের সহায়তা ছাড়া চলতে পারে না।’

গত বছরের ডিসেম্বর মাসে মানিক সাহা জানিয়েছিলেন, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সংযোগ স্থাপনকারী বেশ কিছু প্রকল্প চলমান অস্থিরতার কারণে বিলম্বিত হয়েছে। ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু সম্পূর্ণ প্রস্তুত থাকার পরও ব্যবহার করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন। এই সেতুটি ২০২১ সালে উদ্বোধন করা হয়।

দ্বিপক্ষীয় পণ্য পরিবহনের জন্য ফেনী সেতু, সাবরুম ইন্টিগ্রেটেড (একীভূত) চেক পোস্ট এবং সিপাহিজলা জেলায় আন্তর্জাতিক অভ্যন্তরীণ জলপথ পরিবহনসহ বেশ কয়েকটি প্রকল্প—যেগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বা প্রায় সম্পন্নের পর্যায়ে রয়েছে, সেগুলো গত বছর আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে স্থবির হয়ে আছে।

এদিকে, শনিবার ঘোষিত দিল্লি বিধানসভার নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী সাহা রাজধানী দিল্লির জনগণকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেন। তিনি বলেন, ‘দেশের মানুষ জানে, মোদিজির নেতৃত্বে তিনি যেভাবে জনগণের জন্য কাজ করেন, দরিদ্রদের কথা ভাবেন, প্রতিটি মানুষের কথা চিন্তা করেন... তাই এই জয় স্বাভাবিক। আপনারাও জানেন, আম আদমি পার্টি সরকার দুর্নীতির সঙ্গে জড়িত। বহুদিন পর দিল্লিতে বিজেপি সরকার গঠন করছে।’

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার এমপি বিপ্লব কুমার দেব দিল্লির নির্বাচনী ফলাফলকে ‘জনগণের আশীর্বাদের প্রতিফলন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমি আগেও জানতাম, কেজরিওয়াল পুরোপুরি কমিউনিস্ট চিন্তাধারার ব্যক্তি। এত বড় মিথ্যাবাদী ও প্রতারক একজন মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকা উচিত নয়। ভারতের রাজধানী তাঁর মিথ্যা থেকে মুক্তি পেল। মোদিজির নেতৃত্বে দিল্লিতে একটি ভালো সরকার গঠিত হবে। আমি আশা করি, দিল্লি নতুন পথে এগিয়ে যাবে।’ অনুবাদ: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়