শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'বন্ধুদের দিয়ে আমাকে ধ.র্ষ.ণ করিয়ে সৌদিতে বসে সেই ভিডিও দেখে আমার স্বামী'

গত তিন বছর ধরে বন্ধুদের দিয়ে আমাকে ধর্ষণ করিয়ে সৌদিতে বসে সেই ভিডিও দেখে আমার স্বামী। এমন অভিযোগ করেছেন ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক নারী। তার স্বামী টাকার বিনিময়ে বন্ধুদের ধর্ষণ করতে দেয় তার স্ত্রীকে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অভিযোগকারী নারীর বয়স ৩৫ বছর।

তিনি বর্তমানে একমাসের গর্ভবতী। ওই নারীকে ২০১০ সালে বিয়ে করেছিলেন তার স্বামী। তাদের সংসারে চার সন্তান আছে— দুই ছেলে (১৩ এবং ৩ বছরের), দুই মেয়ে (১১ এবং ৭ বছরের)। সৌদি আরবে তার স্বামী গাড়ির মেকানিক হিসেবে কাজ করেন।

বছরে দুইবার তিনি বাড়ি আসেন। 
অভিযোগ জানিয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, ৩ বছর আগে একবার নিজের বন্ধুদের নিয়ে বাড়ি আসেন তার স্বামী। সেই সময় তাকে ধর্ষণ করতে 'অনুমতি' দেয় বন্ধুদের। তার স্বামীর দুজন বন্ধু এসেছিল।

দুজনেই বুলন্দশহরে তাদের এলাকাতেই থাকত।
এরপর থেকে শুরু হয় অকথ্য অত্যাচার। নির্যাতিতার স্বামী বিদেশে থাকাকালীনও সেই দুই ব্যক্তি তাদের বাড়ি আসত এবং তাকে ধর্ষণ করত। তাকে ধর্ষণের ভিডিও করে স্বামীকে পাঠিয়ে দিত তারা। এই নিয়ে যখন ওই নারী স্বামীর কাছে অভিযোগ জানান, তখন তিনি তাকে মুখ বন্ধ করে থাকতে বলেন।

ওই নারী বলেন, আমাকে ধর্ষণের বদলে তার বন্ধুরা তাকে টাকা দেয়। এতদিন ধরে আমি আমার সন্তানদের কথা ভেবে চুপ করে ছিলাম। আমার স্বামী আমাকে বিবাহবিচ্ছেদের ভয় দেখাত।

এই বিষয়ে বুলন্দশহরের এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, এই ঘটনার তদন্ত হবে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়