শিরোনাম
◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ   ◈ দুই মাস নিষেধাজ্ঞা শেষে  মাছ ধরতে নদীতে নামেছে জেলেরা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৫১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে আফগানিস্তানের ওপর ক্ষেপেছে পাকিস্তান!

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ হামলা করা হয়। বুধবার (২৫ ডিসেম্বর) হামলায় হতাহতের বর্ণনা দিয়ে তালেবান সরকারের বরাতে আফগান সংবাদমাধ্যমে এমন দাবি করা হচ্ছে।

প্রতিবেশী দেশে পাকিস্তানের হামলার ঘটনা বিরল। পাকিস্তানি বিমান ঠিক কখন কীভাবে আফগানিস্তানের অভ্যন্তরে প্রবেশ করেছে সে তথ্যও অস্পষ্ট। কারণ, হামলার দাবি এখনো একতরফা। পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে অবস্থানরত পাকিস্তানি তালেবানদের একাধিক সন্দেহভাজন আস্তানাকে লক্ষ্য করে বিমান হামলা করা হয়। এতে জঙ্গিদের একটি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দিতে সক্ষম হয় পাকিস্তানি বাহিনী। এ হামলায় কিছু তালেবানি জঙ্গি নিহত হয়েছেন। তবে আরব নিউজকে তথ্যদাতা সংখ্যাটি নিশ্চিত করতে পারেনি।

সংবাদমাধ্যমটি চারজন পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তান সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের একটি পাহাড়ি এলাকায় এ হামলা চালানো হয়েছে। তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন। কারণ, মিডিয়ার সঙ্গে কথা বলার অনুমতি তাদের নেই। কর্মকর্তারা যুদ্ধবিমান আফগানিস্তানের গভীরে গিয়েছিল কি না এবং কীভাবে হামলা চালানো হয়েছিল তা স্পষ্ট করেননি।

পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো মুখপাত্র আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

মার্চের পর থেকে পাকিস্তানি তালেবানদের কথিত আস্তানায় দ্বিতীয় বারের মতো এ ধরনের হামলা হলো। প্রথমবার পাকিস্তান বলেছিল, আফগানিস্তানের অভ্যন্তরে সীমান্ত অঞ্চলে সন্ত্রাসীরা অবস্থান করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুধু সন্ত্রাসীদের ওপরই হামলা হয়েছে।

এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছে, বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে নারী ও শিশুসহ বেসামরিক লোকদের। নিহতদের বেশিরভাগই ওয়াজিরিস্তান অঞ্চলের উদ্বাস্তু। আফগানিস্তান এ কার্যকলাপকে সব আন্তর্জাতিক নীতি এবং স্পষ্ট আগ্রাসনের বিরুদ্ধে একটি নৃশংস কাজ বলে মনে করে এবং এর তীব্র নিন্দা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়