শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৪০ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাইল্যান্ডে উৎসবে বোমা হামলায় নিহত ৩, আহত ৪৮

খোলা মঞ্চে নাচ পরিবেশন করার সময় বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের তাক প্রদেশে একটি উৎসবে বোমা হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। অন্তত ৪৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার রাতে প্রদেশের উত্তরাঞ্চলে উমফাং এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

থাইল্যান্ডের এই উৎসবের নাম রেড ক্রস দোই লয়ফা মেলা। প্রতিবছর আয়োজিত উমফাং এলাকায় এই মেলায় গতকাল দর্শনার্থীদের জমায়েতে বিস্ফোরক ছুড়ে মারা হয়। এ বিস্ফোরণে এতো হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম ও বার্তা সংস্থা এপি জানিয়েছে, হামলায় জড়িত সন্দেহে দুজনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে তারা বিস্ফোরণের খবর পায়। 

এদিকে উমফাং এলাকার উদ্ধারকারী দল এক বিবৃতিতে বলেছে, বিস্ফোরকটি মেলার বাইরে একটি মঞ্চের গোড়ায় এসে পড়ে। সেখানে দর্শনার্থীরা নাচছিলেন। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোকে বিস্ফোরণের ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি হামলার শিকার ব্যক্তির সহায়তার নির্দেশনা দেওয়া হয়েছে। মেলার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতিও বাড়াতে বলা হয়েছে।

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের খবর অনুযায়ী, সপ্তাহব্যাপী চলা এই মেলায় চলতি বছর ৮–৯ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। এরই মধ্যে মেলার শেষ দিনের আগের রাতে বোমা হামলার এই ঘটনাটি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়