শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৮ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত নিয়ে যা বলছে রয়টার্স-বিবিসি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এখন কোথায় আছেন বা তার শেষ পরিণতি কী হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দূটি সূত্র জানিয়েছে আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। 

মাত্র ১২ দিনের মধ্যে বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করলে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী একটি বিমান দামেস্ক বিমানবন্দর ছেড়ে যায়। ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেয়া সর্বশেষ ফ্লাইট ছিল বলে জানিয়েছে ফ্লাইটরাডার ২৪।

বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখা ফ্লাইটরাডার ২৪-এর তথ্যানুযায়ী, দামেস্ক থেকে বিমানটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। সেখান থেকে পরে আবার উল্টোপথে যাওয়া শুরু করে। কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই বিমানে বাশার ছিলেন কি না, নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া বিমানটি বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলেও খবর সামনে এসেছে। সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে বাশারের নিহত হওয়ার বড় আশঙ্কা রয়েছে। কারণ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া সে ইঙ্গিতই দেয়।

তবে বিবিসির খবরে বলা হয়েছে, বাশারকে পরিবহনকারী বিমানটি যে এলাকার দিকে গেছে বলে খবর বের হয়েছে, সেই এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়