শিরোনাম
◈ মাঝরাতে ‘ছিলাম, আছি এবং থাকব’ লিখে ঢাবি শিবির সভাপতির স্ট্যাটাস ◈ আগামী সপ্তাহে রদবদলের আভাস উপদেষ্টা পরিষদে  ◈ নিজেদের ক্ষমতা বাড়াতে চান জেলা প্রশাসকরা ◈ ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত: শুভেন্দু অধিকারী  ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে পদ পাওয়ার যোগ্যতা জানালেন উপদেষ্টা ◈ বিএনপির কাউন্সিল: ভোটারের চেয়ে ভোট বেশি পড়ায় ফল স্থগিত ◈ উৎকণ্ঠায় দিন পার করছেন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিরা  ◈ হাসিনা তার দলীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে টিসুর মতো ব্যবহার করেছেন: সারজিস আলম (ভিডিও) ◈ নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বেই ছাত্রদের নতুন দল ◈ লিবিয়ার বেনগাজি বন্দিশালা থেকে ৬৬ লাখ টাকা দিয়ে মুক্ত দুই বাংলাদেশি, ৫ স্ত্রীকে নিয়ে পালিয়েছে মানবপাচারকারী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৮ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী বিমান বিধ্বস্ত নিয়ে যা বলছে রয়টার্স-বিবিসি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এখন কোথায় আছেন বা তার শেষ পরিণতি কী হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দূটি সূত্র জানিয়েছে আসাদকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। 

মাত্র ১২ দিনের মধ্যে বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করলে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বহনকারী একটি বিমান দামেস্ক বিমানবন্দর ছেড়ে যায়। ‘সিরিয়ান এয়ার ৯২১৮ ফ্লাইটটি’ দামেস্ক থেকে উড়াল দেয়া সর্বশেষ ফ্লাইট ছিল বলে জানিয়েছে ফ্লাইটরাডার ২৪।

বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের ওপর নজর রাখা ফ্লাইটরাডার ২৪-এর তথ্যানুযায়ী, দামেস্ক থেকে বিমানটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ে যায়। সেখান থেকে পরে আবার উল্টোপথে যাওয়া শুরু করে। কয়েক মিনিট পর সেটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ওই বিমানে বাশার ছিলেন কি না, নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

দামেস্ক বিমানবন্দর ছেড়ে যাওয়া বিমানটি বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলেও খবর সামনে এসেছে। সিরিয়ার দুটি সূত্র জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে বাশারের নিহত হওয়ার বড় আশঙ্কা রয়েছে। কারণ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়া সে ইঙ্গিতই দেয়।

তবে বিবিসির খবরে বলা হয়েছে, বাশারকে পরিবহনকারী বিমানটি যে এলাকার দিকে গেছে বলে খবর বের হয়েছে, সেই এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়