শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০৫:২৯ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ : গ্রেফতার আট অভিযুক্ত

স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল নদিয়ার কল্যাণীতে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার আট জন। পুলিশ জানিয়েছে, ‘নির্যাতিতা’র মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে তদন্তে। রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সিদ্ধার্থ ধাপোলা বলেন, ‘‘তদন্তের শুরুতেই আট জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের।’’

‘নির্যাতিতা’ স্বামী পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, তিনি জানিয়েছেন, বুধবার ভোটে স্বামী-স্ত্রী দু’জনে কল্যাণীর কাঁচরাপাড়া রেলসেতু দিয়ে যাচ্ছিলেন। সেই সময় কয়েক জন তাঁদের উপর হামলা চালান। মহিলাকে টেনেহিঁচড়ে সেতুর নীচে নিয়ে গিয়ে ধর্ষণ করেন তাঁরা। এর পরেই স্বামী-স্ত্রী পুলিশের দ্বারস্থ হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের হওয়ার পর প্রথমে চার জন এবং পরে আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবারই ঘটনাস্থলে তিন জন ফরেন্সিক বিশেষজ্ঞের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। সেখান থেকে ভাঙা কাচের চুড়ি, টিফিন বাক্স মিলেছে।

ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ ঘোষ বলেন, ‘‘একটা গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকটি নমুনা ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। পুলিশি তদন্তের সঙ্গে রিপোর্ট যুক্ত হবে।’’ উৎস: আনন্দবাজার পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়