শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ১১:২৭ দুপুর
আপডেট : ২৪ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'লেবাননে থাকা কঠিন হয়ে পড়েছে, তবে আমরা থাকব'

দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র এন্ড্রেয়া টেনেনটি বলেছেন, তারা কোনো অবস্থাতেই দক্ষিণ লেবানন ছেড়ে যাবেন না। লেবাননের আল-জমহুরিয়া পত্রিকাকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেছেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অবস্থা ভালো নয় বিশেষকরে ইহুদিবাদী ইসরাইলের হামলার পর গত ৩ দিনে তাদের কেন্দ্রগুলোতে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে।

তিনি বলেন, ইসরাইলের পক্ষ থেকে হামলা হওয়া সত্ত্বেও নিরাপত্তা পরিষদের অনুরোধে নিরাপত্তারক্ষীরা দক্ষিণ লেবাননে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্য কোনো পক্ষের কথা তারা সিদ্ধান্ত পাল্টাবেন না।

দক্ষিণ লেবাননে অবস্থান করার সিদ্ধান্ত হলেও পরিস্থিতি সত্যিই কঠিন বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।

দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র এন্ড্রেয়া টেনেনটি বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের সাথে সাংঘর্ষিক। সব পক্ষকেই  অবশ্যই শান্তিরক্ষী বাহিনীকে সম্মান করতে হবে এবং তাদের নিরাপত্তা রক্ষা করতে হবে।

এর আগে জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, শান্তিরক্ষীদের ওপর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। গত কয়েক দিনে কয়েক দফায় শান্তিরক্ষীদের ওপর হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। গতকাল (রোববার) লেবাননে একটি শান্তিরক্ষা কার্যালয়ের প্রধান ফটক ভেঙে ইসরায়েলি বাহিনীর দুটি ট্যাংক ভেতরে ঢুকে পড়ে। এ সময় শান্তিরক্ষী বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। শান্তিরক্ষী কর্মীদের ওপর এ ধরনের হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়