শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৪, ০৪:৪৬ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানকে শক্তিশালী করবেন জয়শঙ্কর !

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আসন্ন পাকিস্তান সফর নিয়ে পিটিআই নেতার এক বিবৃতি রাজনৈতিক তুলকালাম সৃষ্টি করেছে। জয়শঙ্করের পাকিস্তান সফরকে স্বাগত জানিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা মোহাম্মদ আলী সাইফ এক বিবৃতিতে বলেন, ‘ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পাকিস্তানে স্বাগত জানাই।

আমরা তাকে আমাদের প্রতিবাদে যোগ দিতে এবং একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে সংবিধান ও পাকিস্তানকে শক্তিশালী করার জন্য আমন্ত্রণ জানাই। পাকিস্তান যদি শক্তিশালী হয় এবং নিজের পায়ে দাঁড়ায়, তাহলে সম্ভবত ভারতের সাথে আমাদের সম্পর্কও উন্নত হবে, এবং শান্তি। অঞ্চলে বিরাজ করবে।’

এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানের প্রতিবেদনে বলা হচ্ছে এধরনের বিবৃতি চরম রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। পাকিস্তানের মন্ত্রীরা ছাড়াও সরকারি কর্মকর্তারা এধরনের বক্তব্যকে দেশটির বিরুদ্ধে ‘চূড়ান্ত রাষ্ট্রদ্রোহ’ হিসাবে নিন্দা করেছেন। তবে পিটিআই দ্রুত ওই বিবৃতি স্পষ্ট করতে আরেক বিবৃতিতে দাবি করেছে যে আগের বিবৃতির ‘ভুল ব্যাখ্যা করা হয়েছে।’

পিটিআই চেয়ারম্যান গোহর আলি খান স্পষ্ট করে বলেছেন যে মোহাম্মদ আলী সাইফের বক্তব্য প্রেক্ষাপটের বাইরে নেওয়া হয়েছে। এস জয়শঙ্করের পিটিআই-এর সংগ্রামের সাথে কোনও যোগসূত্র নেই। কারণ ভারত সম্পর্কে পিটিআই-এর নীতি তার ‘২৭ বছরের সংগ্রাম’ জুড়ে ধারাবাহিক রয়ে গেছে। ভারতের প্রতি পাকিস্তান রাষ্ট্রের দীর্ঘস্থায়ী ৭০ বছরের নীতি পিটিআই-এর অবস্থানের ভিত্তি তৈরি করে, পিটিআইয়ের রাজনৈতিক সংগ্রাম ভারত সহ বিদেশী দেশগুলির হস্তক্ষেপ থেকে মুক্ত।

তবে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারি পিটিআই’এর এধরনের আমন্ত্রণকে ‘রাষ্ট্রদ্রোহের চূড়ান্ত স্তর’ বলে নিন্দা করেছেন। সাইফের মন্তব্যের জবাবে তিনি কটাক্ষ করে বলেন, ‘দেখা যাক কবে ইসরায়েলের সমর্থকদের প্রতিবাদ করার জন্য আমন্ত্রণ জানানো হবে। তিনি পাকিস্তানের জাতীয় মর্যাদা, অখণ্ডতা বা সার্বভৌমত্বের কোনো বোধের অভাবের জন্য পিটিআইকে নিন্দা করে বলেন, ‘পিটিআই-এর ডিএনএ পাকিস্তানবিরোধী উপাদান বহন করে। তাদের লক্ষ্য দেশের শিকড় দুর্বল করা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়