শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৩০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে !

বাংলাদেশ থেকে রফতানি বন্ধ হওয়ার পর ভারতে ইলিশের দাম এখন আকাশছোঁয়া। ব্যাপক চাহিদা থাকায় দেশটির কিছু মাছ ব্যবসায়ী অবৈধভাবে ইলিশ আমদানি করছেন। অনেকে আবার আগে স্টক (ফ্রোজেন) করে রাখা ইলিশ মাছ বিক্রি করছেন চড়া দামে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, রাজধানী দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার টাকার বেশি)।

নাম প্রকাশ না করার শর্তে দিল্লির সিআর পার্ক মার্কেট ১-এর একজন মাছ ব্যবসায়ী জানিয়েছেন, তিনিসহ অন্য অনেকে অবৈধভাবে ইলিশ সংগ্রহ করছেন এবং এর কেজি বিক্রি করছেন ৩ হাজার রুপিতে। 

তিনি বলেন, দুর্গাপূজা আসছে, আর বাঙালি ক্রেতারা ইলিশ চাইছেন। তাদের চাহিদা আমাদের পূরণ করতে হবে। কলকাতার বিখ্যাত গড়িয়াহাট মার্কেটের পাইকারি এক মাছ ব্যবসায়ীও বলেছেন প্রায় একই কথা। তিনি জানালেন, ওই বাজারে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার রুপিতে; যেখানে এক একটি মাছ কমপক্ষে দেড় কেজি ওজনের। 

নাম প্রকাশ না করে তিনি বলেন, গোপন পথে অবৈধভাবে ভারতে ইলিশ আসছে। ভারতই এই মাছের সবচেয়ে বড় আমদানিকারক।

তবে বাংলাদেশ ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ার আগে, কলকাতা ও দিল্লিতে এই মাছের কেজি ১২০০-১৫০০ রুপিতে বিক্রি হয়েছে বলে জানান তিনি।

এদিকে চেন্নাইয়ের আদিয়ারে বাংলাদেশি ইলিশের একমাত্র বিক্রেতা জেকে ফিশ স্টলের ‘করিম ভাই’। চাহিদা বিবেচনায় স্টকে থাকা সব মাছ বের করেছেন তিনি, প্রতি সপ্তাহে বিক্রি করছেন ১০০ কেজি ইলিশ। 

ইলিশের দাম প্রতিকেজি ১৬০০ থেকে বাড়িয়ে ২০০০ রুপি করার কথা উল্লেখ করে করিম বলেছেন, ‘উৎসব (দুর্গাপূজা) শেষ হলে, একমাস পর দাম কমে যাবে।’
 
ব্যাঙ্গালুরুতে ভজহরি মান্নার করমঙ্গলা শাখার ম্যানেজার শান্তনু হালদার টাইমস অব ইন্ডিয়াকে বলেন, আমরা তিনটি সাইজে প্রতি প্লেটে একপিস (ইলিশ) করে সার্ভ করি। এর মধ্যে রয়েছে জাম্বো, সুপার জাম্বো এবং মিনি সাইজ; যার দাম যথাক্রমে ৪৬০, ৫০৫ (বাংলাদেশি মুদ্রায় ৭০০ টাকার বেশি) এবং ২৭৫ রুপি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া  

  • সর্বশেষ
  • জনপ্রিয়