শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১২:১৩ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ভারত নদী পরিবহন চুক্তি ঠিক থাকবে, বললেন ভারতের মন্ত্রী

ভারতের বন্দর, পরিবহণ ও নদীপথ মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী সর্বনন্দ সোনোয়াল বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া রয়েছে এবং দুই দেশের মধ্যে যেসব নদী পরিবহন চুক্তি আছে সেগুলোও ঠিক থাকবে। উভয় দেশই চুক্তিগুলোর প্রতি সম্মান প্রদর্শন করবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ‘দ্য আসাম ট্রিবিউন-ডায়লগ ২০২৪’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন ভারতীয় মন্ত্রী।

তিনি জানিয়েছেন, ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুট (আইবিপিআর) দিয়ে যেভাবে নৌযান চলাচল করত এটি সেভাবেই চলছে। এই পথে নৌ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

ভারতীয় মন্ত্রী আরও জানিয়েছেন, কূটনীতিক চ্যানেলে বাংলাদেশের সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত আছে। তিনি বলেছেন, “আমাদের কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের জবাব ইতিবাচক।”

ইন্দো-বাংলাদেশ প্রটোকল রুটের মাধ্যমে ভারতীয় জাহাজ ও নৌযান বাংলাদেশের ভেতর দিয়ে চলাচল করে। এরমাধ্যমে মূলত ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্স রাজ্যের দূরত্ব কমিয়ে আনা সম্ভব হয়েছে।  

যদি এই নৌপথগুলো ভারত ব্যবহার না করে তাহলে তাদের অনেকটা ঘুরে সেভেন সিস্টার্সে পণ্য নিয়ে যেতে হতো।

গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ-ভারতের মধ্যকার চুক্তিগুলো নিয়ে সংশয় তৈরি হয়। ভারতই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। তবে ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী আজ জানালেন, নৌ পরিবহণ চুক্তি অনুযায়ীই এখন সবকিছু চলছে।

সূত্র: দ্য ইকোনোমিক টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়