শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৪, ১১:৪৮ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন জয়শঙ্কর

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ড্যাবিড ল্যামির সঙ্গে আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে। সূত্র : আরটিভি

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গণমাধ্যমের সঙ্গে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, কয়েক ঘণ্টা আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের কথা হয়েছে। বাংলাদেশ ইস্যু ছাড়াও এই দুই নেতা পাশ্চিম এশিয়া নিয়ে কথা বলেছেন।

তবে বাংলাদেশ ইস্যুতে তাদের মধ্যে কি কি কথা হয়েছে তা প্রকাশ করা হয়নি এ ব্রিফিংয়ে।

এ ছাড়া শেখ হাসিনার ভবিষৎ পরিকল্পনা কি, সে ব্যাপারে স্পষ্ট কোনো মন্তব্য করেনি ভারত ও ব্রিটিশ সরকার, কোনো পক্ষই। তবে যুক্তরাজ্যের হোম অফিসের একটি সূত্র জানিয়েছে, নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি আশ্রয়ের জন্য দেশটিতে ভ্রমণ করতে পারবে না।

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদ ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। ওইদিন তার বোন শেখ রেহানা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা আশ্রয় নেন ভারতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নতুন কোনো দেশে আশ্রয়ের উদ্দেশ্যে ইতোমধ্যে ভারত ছাড়তে শুরু করেছেন শেখ হাসিনার সঙ্গীরা। তবে তারা কে কোন দেশে যাচ্ছেন সে বিষয়টি স্পষ্ট নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়