শিরোনাম
◈ ট্রাম্পের দাবি: মার্কিন হুঁশিয়ারিতে ইরানে বিক্ষোভকারীদের হত্যা ও মৃত্যুদণ্ড স্থগিতের নির্দেশ দিয়েছে তেহরান ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পকে হত্যাচেষ্টায় নিরাপত্তা ব্যর্থতা, সিক্রেট সার্ভিসের পরিচালকের পদত্যাগ

সাজ্জাদুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনায় নিরাপত্তা ব্যর্থতার দায় স্বীকার করে মঙ্গলবার পদত্যাগ  করেন মার্কিন সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বারলি চিটল। সূত্র: বিবিসি

[৩] সংস্থার কর্মীদের কাছে লেখা পদত্যাগপত্রে কিম্বারলি বলেছেন, ‘আপনাদের পরিচালক হিসেবে আমি নিরাপত্তা ত্রুটির সম্পূর্ণ দায় নিচ্ছি।’ সিক্রেট সার্ভিস বর্তমান ও সাবেক মার্কিন প্রেসিডেন্টদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে থাকে।

[৪] ট্রাম্পকে গুলির ঘটনা নিয়ে গত সোমবার মার্কিন কংগ্রেসে শুনানি হয়। শুনানির পর ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় পক্ষ থেকে কিম্বারলিকে পদত্যাগ করতে আহ্বান জানানো হয়।

[৫] ১৩ জুলাই পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গুলির ঘটনা ঘটে। গুলিতে ট্রাম্প আহত হন। গুলির ঘটনা নিয়ে আইনপ্রণেতাদের নানান প্রশ্নের জবাব দিতে কিম্বারলি অস্বীকৃতি জানালে তারা হতাশা ব্যক্ত করেন।

[৬] গুলি ঠেকাতে ব্যর্থতার জন্য সিক্রেট সার্ভিস কঠোর সমালোচনা ও নানা প্রশ্নের মুখোমুখি হন কিম্বারলি। এরপরই তিনি পদত্যাগ করেন।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, কিম্বারলির কয়েক দশকের জনসেবার জন্য তিনি তার প্রতি কৃতজ্ঞ। শিগগির সিক্রেট সার্ভিসে একজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হবে বলে জানান বাইডেন।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়