শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ ◈ আনোয়ারায় বেড়েছে চুরি, ডাকাতিসহ নানান অপরাধ, উদ্বিগ্ন জনসাধারণ  

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিস্তার চরে মিলল ভারতের সিকিম রাজ্যের সাবেক মন্ত্রীর মরদেহ

ক্যাপশন: সিকিমের প্রাক্তন মন্ত্রী আর সি পৌড়িয়াল। ফাইল চিত্র

ইকবাল খান: [২] শিলিগুড়ির কাছে খালের মধ্যে অবশেষে মিলল সিকিমের সাবেক মন্ত্রী আর সি পৌড়িয়ালের দেহ। গত ন’দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। 

[৩] ভারতীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে আট কিলোমিটার দূরে তিস্তা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়। 

[৪] পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতের আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের লালমণিরহাটের মহিষখোঁচা তিস্তার চরে উদ্ধার হয় সাবেক মন্ত্রীর মরদেহ। ময়নাতদন্তের পর রাতেই বিএসএফের হাতে দেহ তুলে দিয়েছে বিজিবি। পুলিশ জানিয়েছে, বছর আশির পৌড়িয়ালের ঘড়ি এবং পরনের পোশাক দেখে শনাক্ত করা হয়েছে।

[৫] গত ৭ জুলাই সিকিমের পাকিয়ং জেলার ছোটা সিংতামে নিজের গ্রাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বর্ষীয়ান রাজনীতিক। একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে তাঁর খোঁজ শুরু করেছিল পুলিশ। তদন্তকারী দল সূত্রে খবর, কী ভাবে সাবেক মন্ত্রীর মৃত্যু হল, তা তদন্ত করে দেখা হবে।

[৬] বর্ষীয়ান পৌড়িয়াল সিকিমের প্রথম গঠিত বিধানসভায় ডেপুটি স্পিকার ছিলেন। পরবর্তী সময়ে তিনি সিকিমের বনমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। সত্তর-আশির দশকে সিকিমের আঞ্চলিক রাজনীতিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নিজের সংগঠনও তৈরি করেছিলেন। নাম দিয়েছিলেন রাইজিং সান পার্টি।

আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়