শিরোনাম
◈ মানুষে সংক্রমণ সক্ষম হলে করোনার চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু: বিজ্ঞানীদের সতর্কবার্তা ◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০১:০৯ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০৯:০৬ রাত

প্রতিবেদক : আরমান হোসেন

আইন পাস, ইসরায়েলে আলজাজিরা নিষিদ্ধ করবো: নেতানিয়াহু

বেঞ্জামিন নেতানিয়াহু

সালেহ্ বিপ্লব: [২] ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে সোমবার একটি আইন পাস হয়েছে, সিনিয়র মন্ত্রীরা যে কোনো বিদেশি গণমাধ্যমের প্রচার বন্ধ করে দিতে পারবেন। আল জাজিরা

[৩]  আইনটি পাসের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, খুব শিগগিরই তার দেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ করা হবে। 

[৪] এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী বলেন, আল জাজিরার বিরুদ্ধে নতুন আইনটি প্রয়োগ করবেন তিনি। 

[৫] নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইসরায়েলবিরোধী প্রচার-প্রচারণার অভিযোগে কাতারভিত্তিক জনপ্রিয় গণমাধ্যমটি বন্ধের কথা বলে আসছিলেন। 

[৬] সোমবার ৭১-১০ ভোটে নেসেটে পাস হওয়া আইনটি প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীকে বিদেশি গণমাধ্যমের সম্প্রচার বন্ধের ক্ষমতা দেওয়া হয়েছে। তারা প্রয়োজন মনে করলে এসব মিডিয়ার যন্ত্রপাতি বাজেয়াপ্ত করতে পারবেন। 

[৭] হোয়াইট হাউসের মুখপাত্র জিন-পিয়েরে বলেছেন, ইসরায়েলের সিদ্ধান্ত আমাদের নজর কেড়েছে। 

[৭.১] তিনি বলেন, যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। বিষয়টা ক্রিটিকাল এবং ক্রিটিকালি ইম্পর্টেন্ট। 

[৭.২] গাজা যুদ্ধের খবর সংগ্রহকারী সাংবাদিকদের কথা উল্লেখ করে জিন-পিয়েরে বলেন, আমরা এই ঝুঁকির মধ্যে সাংবাদিকদের পাশে আছি। 

[৮] রিপোর্টারদের তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি কাজটাই গুরুত্বপূর্ণ। গণমাধ্যমের স্বাধীনতা গুরুত্বপূর্ণ। 

[৮.১] তবে আলজাজিরার যেসব রিপোর্টকে ইসরায়েলবিদ্বেষী বলা হচ্ছে, তা সত্য হলে বিষয়টি গুরুত্ব পাওয়ার দাবি রাখে। 

[৯] কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) ইসরায়েলে আলজাজিরার সম্প্রচার বন্ধের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলছে, ইসরায়েলের নতুন আইনটি সারাবিশ্বের গণমাধ্যমের জন্য হুমকি। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেলফ সেন্সরশিপের একটা চাপ ছিলো, সেটাকেই জোরালো করতে চাইছে তেল আবিব, এমনটাই মনে করছে সাংবাদিকদের স্বার্থরক্ষার এই বৈশ্বিক সংগঠনটি।  
 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়