শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ রাখাইনে তুমুল যুদ্ধ, ১৪টি শহর বিদ্রোহীদের দখলে, নজর রাখছে চীন ও ভারত ◈ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ ◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির ◈ আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়: মির্জা ফখরুল ◈ পরাজ‌য়ে শুরু, পরাজয় দি‌য়ে শেষ বাংলা‌দেশ দ‌লের টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট ◈ আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১০:৩৭ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে আকাশের বুক থেকে হারিয়ে যেতে বসেছে রংধনু

টাইমস অফ ইন্ডিয়া: একটা সময় ছিল যখন বৃষ্টির ঠিক পরে আকাশে ভেসে উঠতো  সাতরঙা রংধনু। কিন্তু এখন তা প্রায় এক বিরল দৃশ্য হয়ে উঠেছে। সাম্প্রতিক এক গবেষণা বলছে, এখন যদিও বা মাঝে মাঝে চোখে ধরা পড়ে রংধনু, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে তা বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। কারণ, বিশ্ব উষ্ণায়ন ও আবহাওয়ার পরিবর্তন রংধনুর উপস্থিতিতে বড় প্রভাব ফেলতে চলেছে।  সূর্যের আলো যখন বৃষ্টির ফোঁটার ভেতর দিয়ে প্রতিফলিত হয়, তখনই রংধনু সৃষ্টি হয়। ফলে বৃষ্টির ধরণ বদলালে সাত রঙের সেই সংখ্যাও পাল্টে যেতে বাধ্য। এই গবেষণার জন্য বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত রংধনুর ছবি দিয়ে একটি বৈশ্বিক ডেটাবেস তৈরি করেন। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা–ভিত্তিক মডেল ব্যবহার করে তাঁরা আবহাওয়া ও জলবায়ু তথ্যের ভিত্তিতে রংধনুর সম্ভাবনা নিয়ে কাজ শুরু করেন। 

ফলাফল বলছে, বর্তমানে পৃথিবীর প্রত্যেকটি স্থলভাগে গড়ে বছরে প্রায় ১১৭ দিন রংধনু দেখা যায়। কিন্তু ২১০০ সালের মধ্যে এই সংখ্যায় গড়ে ৪-৫ শতাংশ পরিবর্তন আসতে পারে। তবে সব অঞ্চলে তা সমানভাবে হবে না। বিশ্বের প্রায় ২১ থেকে ৩৪ শতাংশ অঞ্চলে রংধনুর দেখা কমে যেতে পারে। বিপরীতে ৬৬ থেকে ৭৯ শতাংশ এলাকায় দেখা বাড়তে পারে। বিশেষত শীতল ও পার্বত্য অঞ্চল যেমন আর্কটিক ও হিমালয়ে রংধনুর সংখ্যা বাড়ার সম্ভাবনা থাকলেও, সেখানে মানুষের বসবাস তুলনামূলক কম। অন্যদিকে ভারতসহ জনবহুল কিছু এলাকায় রংধনুর দেখা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। কারণ বৃষ্টিপাত এবং মেঘের আবরণের পরিবর্তন পরিস্থিতিকে কম অনুকূল করে তোলে। 

এই গবেষণাটি আমাদের মনে করিয়ে দেয় যে, সবচেয়ে সুন্দর প্রাকৃতিক ঘটনা দেখার সম্ভাবনা আমরা কীভাবে হারাতে পারি। যদিও রংধনু সরাসরি অর্থনীতি বা পরিবেশের উপর প্রভাব ফেলে না, তবুও তারা ভিন্নভাবে গুরুত্বপূর্ণ। এটি মানুষের মনে আনন্দ ও প্রকৃতির সঙ্গে সংযোগের অনুভূতি জাগায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সেই সহজ অথচ গভীর অভিজ্ঞতাটিই হারানোর মুখে পড়তে পারে। 

সূত্র : মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়