শিরোনাম
◈ ভারত–চীন ঘনিষ্ঠতা: এশিয়ার ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্রের জন্য নতুন চ্যালেঞ্জ ◈ মধ্যরাতে উত্তাল বুয়েট, ৩ দিন ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা (ভিডিও) ◈ ঈদে মিলাদুন্নবীর ছুটি কবে? ◈ ডিসেম্বরে তফসিল ঘোষণা, পিআর পদ্ধতিতে কোনও নির্বাচন হবে না: কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ ◈ বিজেপিকে ‘ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে আদর্শিক লড়াইয়ের ঘোষণা থালাপতি বিজয়ের ◈ নারীর গলায় কাপড় প্যাঁচানো, শিশুর দেহ বাঁধা—বুড়িগঙ্গা থেকে চারজনের মরদেহ উদ্ধার ◈ এনসিপির সারোয়ার তুষারের শোকজ নোটিশ প্রত্যাহার ◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি

ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে 'ডিল' করা উচিত।

আজ শনিবার বিকেলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।

এর আগে পাকিস্তান হাইকমিশনে ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠক প্রসঙ্গে আখতার হোসেন বলেন, 'বাংলাদেশ এবং পাকিস্তানের বিষয়ে আমরা কথাবার্তা বলেছি। আমরা বাংলাদেশের জনগণের যে পারসেপশন, সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। জাতীয় নাগরিক পার্টি মনে করে, বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল, সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে এবং সে ক্ষেত্রে বাংলাদেশের জনগণের যে পারসেপশন, সেটাকে সব থেকে বেশি সেনসিটিভ আকারে আমাদের বিবেচনায় রাখতে হবে।'

'আমরা মনে করি যে, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যেকোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে একাত্তরের ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সেই প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের শিক্ষা, অর্থনীতি এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি,' বলেন তিনি।

আখতার আরও বলেন, 'সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের হেজিমনি যাতে কাউকে প্রভাবিত না করে, "বড় ভাই" সুলভ আচরণ...দক্ষিণ এশিয়ায় আমরা যেসব প্রতিবেশী দেশগুলো রয়েছি, তাদের মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। তাদের মধ্যে কোনো ধরনের হেজিমনি, কোনো ধরনের আগ্রাসন, কোনো ধরনের আধিপত্যবাদী মানসিকতা থাকবে না—সেই বিষয়গুলো নিয়ে আমরা পারস্পরিক কথাবার্তা বলেছি।'

একই বিষয়ে আরেক প্রশ্নের জবাবে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমকর্মীদের বলেন, 'আমরা তাদেরকে বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং তারা এটাতে প্রস্তুত।'

তারা (পাকিস্তান) এটা প্রেস মিট করবেন বলেও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের অংশ হিসেবে ইসহাক দার আজ বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় পাকিস্তান হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

দুই দিনের সফরে আজ ঢাকায় পৌঁছান ইসহাক দার। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পাকিস্তান অঙ্গীকারবদ্ধ। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়