শিরোনাম
◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’ ◈ আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার ◈ নতুন অভিবাসন নীতি: আমেরিকা-বিরোধী মানসিকতা প্রমাণ হলে ভিসা বাতিল ◈ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ ◈ পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ ◈ চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি ◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৯:৫৩ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নামজারি পদ্ধতি বাতিল হওয়ায় ২ শ্রেণির ভূমি মালিক আর কখনও খারিজ করতে পারবে না! (ভিডিও)

দেশব্যাপী ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বচ্ছ করতে সরকার নামজারি কার্যক্রমে অটোমেশন সিস্টেম চালু করেছে। ইতোমধ্যে নোয়াখালী জেলায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেছেন মাননীয় ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে সমগ্র বাংলাদেশে অটোমেটেড নামজারি কার্যক্রম চালু হবে। তবে নতুন এই ব্যবস্থার ফলে দুই শ্রেণীর জমির মালিক এখন বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়েছেন।

কারা ঝুঁকিতে আছেন?
১. দলিল অনুযায়ী মালিকরা – যারা ক্রয়সূত্রে জমির মালিকানা অর্জন করেছেন কিন্তু এখনও নামজারি করেননি। এ ক্ষেত্রে যদি দলিলে কোনো তথ্যগত ভুল থাকে (দাগ নম্বর, চৌহদ্দি, মালিকানা ধারাবিবরণী বা সাক্ষীর তথ্য) তবে নামজারি প্রক্রিয়া আটকে যাবে। অটোমেশন সিস্টেম চালু হওয়ার পর পুরনো দলিল ব্যবহার করে আর নামজারি করা যাবে না।

২. উত্তরাধিকারসূত্রে মালিকরা – যারা ওয়ারিশান সূত্রে জমি পেয়েছেন কিন্তু এখনও নামজারি করেননি। নামজারি করার জন্য বণ্টননামা দলিল বা ওয়ারিশান সনদ প্রয়োজন। এক্ষেত্রে সব ওয়ারিশের সম্মতি জরুরি। সরকার জানিয়েছে, বণ্টননামা সংক্রান্ত মামলা এখন ১–২ বছরের মধ্যে নিষ্পত্তি হচ্ছে। তবে অটোমেশন চালু হওয়ার পর যৌথভাবে আবেদন করলেও আর নামজারি সম্ভব হবে না।

সরকারের সতর্কবার্তা
অটোমেশন সিস্টেম চালু হওয়ার পর পুরনো অসম্পন্ন দলিল বা উত্তরাধিকারসূত্রে জমির মালিকরা আর নামজারি করতে পারবেন না। এ কারণে তারা জমির বৈধ মালিকানার স্বীকৃতি হারাতে পারেন।

ভূমি বিশেষজ্ঞরা বলছেন, যেসব জমির নামজারি এখনো সম্পন্ন হয়নি, মালিকদের দ্রুত অনলাইনে আবেদন করতে হবে। land.gov.bd পোর্টালের মাধ্যমে সহজেই নির্ধারিত ফি দিয়ে নামজারি করা সম্ভব।

অটোমেশন সিস্টেম চালু হওয়ার আগে ক্রয়কৃত বা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমির মালিকদের দ্রুত নামজারি করে নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে জমির বৈধ মালিকানার দাবিও তারা করতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়