শিরোনাম
◈ ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে প্রকাশ্যে গুলি, ভিডিও ভাইরাল ◈ সাদাপাথর লুটপাটে ১৩৭ জন জড়িত: তদন্ত প্রতিবেদন ◈ ছে‌লে‌দের স‌ঙ্গে খে‌লে হার‌লো মে‌য়েরা ◈ বাংলাদেশের অনুরোধে দিল্লির প্রতিক্রিয়া—‘ভারতের ভূমি অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয় না’ ◈ আগস্টের পর থেকে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ পরিচালনা হচ্ছে: ফরহাদ মজহার ◈ নতুন অভিবাসন নীতি: আমেরিকা-বিরোধী মানসিকতা প্রমাণ হলে ভিসা বাতিল ◈ নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি, সংঘর্ষ-সড়ক অবরোধ, আহত ৫ ◈ পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ ◈ চরভদ্রাসনে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ডাম্পিং, মানুষের মাঝে স্বস্তি ◈ ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধের আহ্বান

প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ দিন সাগরে ভেসে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন জেলে মোরশেদ

নিনা আফরিন ,পটুয়াখালী : বঙ্গোপসাগরে টানা পাঁচ দিন ভেসে থাকার পর জীবিত উদ্ধার হলেন মোরশেদ (২০) নামের এক জেলে।বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

বুধবার (২০ আগস্ট) সকালে পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় তাকে প্রথমে এফবি সাজেদা ট্রলারের মাঝি সোবহান দেখতে পান।পরে তাকে উদ্ধার করে এফবি বায়েজিদ ট্রলারে হস্তান্তর করা হয়।

স্থানীয় জেলেদের বরাতে জানা গেছে, কয়েকদিন আগে ১৯ জন জেলেসহ একটি ট্রলার নিয়ে মাছ ধরতে সমুদ্রে যান মোরশেদ।কিন্তু দুর্ঘটনায় ট্রলারটি ডুবে গেলে সবাই নিখোঁজ হয়ে যান।তাদের মধ্যে পাঁচ দিন সাগরে ভেসে থাকার পর অলৌকিকভাবে জীবিত উদ্ধার হন মোরশেদ।তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে।

এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান,সকাল ৯টার দিকে আরেকটি ট্রলার জেলে মোরশেদকে আমাদের কাছে হস্তান্তর করে।তাঁকে পাওয়ার পর তিনি জানান পাঁচ দিন আগে তাদের ট্রলারটি ডুবে গেছে।এর কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে পড়েন।

কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুপ্রি দাশ বলেন, দুপুরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, উদ্ধার হওয়ার পরপরই জেলে মোরশেদকে হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়