শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১-ইস্যুকে ‘ডিল’ করা উচিত: এনসিপি ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ৩ দলের বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর ◈ টেকনাফে বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি ◈ রাখাইনে তুমুল যুদ্ধ, ১৪টি শহর বিদ্রোহীদের দখলে, নজর রাখছে চীন ও ভারত ◈ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ ◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির ◈ আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়: মির্জা ফখরুল ◈ পরাজ‌য়ে শুরু, পরাজয় দি‌য়ে শেষ বাংলা‌দেশ দ‌লের টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট ◈ আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১০:০১ রাত
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ

মনিরুল ইসলাম, কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টে শেখ হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছেন। সুতরাং আওয়ামী লীগ ও শেখ হাসিনার আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসী গোষ্ঠী। তাই সন্ত্রাস দমন আইনে তাদের নিষিদ্ধ করা উচিত। আওয়ামী লীগের ডিএনএ-তে গণতন্ত্র নেই উল্লেখ করে সালাহ উদ্দিন বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে প্রমাণ করেছেন, তিনি এ দেশের মানুষ নন।

পিআরের নামে ভিন্ন উদ্দেশ্যে যারা কাজ করছে তাদের উদ্দেশেও তিনি সমালোচনা করেন। তিনি আহ্বান জানান— “আসুন আমরা একসাথে বসি, একে অপরের দাবি শুনি।”

শনিবার (২৩ আগস্ট) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন— চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমদ, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী প্রমুখ।

এছাড়াও বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী, এমএ মনজুর, অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, মাতামুহুরি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা জাকারিয়া লিটন, কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, সেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট ইউনুস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন উপস্থিত ছিলেন।

সালাহ উদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, শেখ হাসিনা দেশকে ফ্যাসিস্ট শাসনে পরিণত করেছেন। সারাদেশ এখন কারাগারে বন্দি। স্বাধীনতার ৫৪ বছর পরও গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি। ডামি নির্বাচন দিয়ে দেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছেন তিনি।

তিনি আরও বলেন, “নির্বাচনী মৌসুম শুরু হয়েছে। মানুষ যাকে ভোট দেবে, সে-ই নির্বাচিত হবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। ১৬ বছর মানুষ রক্ত দিয়েছে, এখন সময় এসেছে মানুষের মৌলিক অধিকার ভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত করার।”

নজিরবিহীন নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে সালাহ উদ্দিন আশাবাদ ব্যক্ত করেন— তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশ ও বৈষম্যহীন দেশ গড়ে তুলবে বিএনপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়