শিরোনাম
◈ কানাডায় ভারতীয় গ্যাং লরেন্স বিষ্ণোই চক্রের ভয়ংকর তৎপরতা:, সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি ◈ বিজ্ঞানীদের দাবি ২০৫০ সালের মধ্যে মানুষের আয়ু হবে ১,০০০ বছর! ◈ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ দেশে ভোটার ১২ কোটি ৬১ লাখ, খসড়া তালিকায় নতুন যুক্ত ৪৫ লাখ ◈ জিরো রিটার্নধারীদের সতর্ক করলো এনবিআর, ভুল তথ্যে হবে শাস্তি ◈ যে ঘটনার কারণে রুশনারা আলী মন্ত্রিত্ব হারালেন! ◈ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ ◈ কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ ◈ ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা সম্পর্কে আপনি কী জানেন?

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৪০ বছর ধরে গর্ভে সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বৃদ্ধা!

এল আর বাদল : অনেক সময়ই এমন সব ঘটনা ঘটে, যা আমাদের বিস্ময়ে হতবাক করে দেয়। বিজ্ঞানে ভর করে আমরা যতই বিশ্বের রহস্যগুলি উন্মোচন করি না কেন, আজও পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে, যার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু ছবি, যাতে দাবি করা হয়েছে—৭৪ বছরের ওই মহিলার পেটে ৪০ বছর আগে মৃত এক ভ্রূণ এখন পাথরের রূপ নিয়েছে। 

চিকিৎসকরা জানাচ্ছেন, যখন মৃত ভ্রূণ দেহে দীর্ঘদিন থেকে যায় এবং সেটির চারপাশে ক্যালসিয়াম জমে পাথরের মতো কঠিন হয়ে যায়, তখন তাকে বিজ্ঞানের ভাষায় 'লিথোপেডিয়ন' বা 'স্টোন বেবি' বলা হয়।

এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই প্রশ্ন তুলছেন, একটি ভ্রূণ কীভাবে পাথর হয়ে মহিলার দেহে থেকে যেতে পারে? এর উত্তর দিতে গিয়ে বিজ্ঞানীরা জানান, এটি একটি বিরল অবস্থান, যেখানে গর্ভাশয়ের পরিবর্তে ভ্রূণ পেটে বৃদ্ধি পেতে শুরু করে। যথাযথ রক্ত সঞ্চালন না থাকায় ভ্রূণ মারা যায় এবং শরীর সেটিকে 'ফরেন বডি' ধরে নিয়ে ক্যালসিয়াম জমিয়ে দেয়।

চিকিৎসকরা জানান, লিথোপেডিয়নের সময় শরীর সেই মৃত ভ্রূণকে বের করতে না পেরে নিজেদের প্রতিরক্ষা প্রক্রিয়া সক্রিয় করে। ফলে ভ্রূণের চারপাশে ক্যালসিয়ামের স্তর তৈরি হয়ে সেটি ধীরে ধীরে পাথরে  পরিণত হয়।

এই ঘটনা ২০১৩ সালে প্রকাশিত হয়, যেখানে ৮২ বছরের এক কলম্বিয়ান মহিলার পেটে ৪০ বছর ধরে থাকা একটি 'স্টোন বেবি'র সন্ধান মেলে।যুক্তরাষ্ট্রের কেস মেডিকেল সেন্টারের গাইনোকলজিস্ট ডঃ কিম গার্সি জানান, “এই অবস্থা এতটাই বিরল যে, মেডিকেল সায়েন্সে এখনও পর্যন্ত মাত্র ৩০০টি ঘটনাই রেকর্ড করা হয়েছে।

'স্টোন বেবি' বা 'লিথোপেডিয়ন' সাধারণত তখন ধরা পড়ে, যখন কোনও মহিলা পেটের ব্যথা বা অস্বস্তির কারণে এক্স-রে, সিটিস্ক্যান বা আলট্রাসাউন্ড করান। বেশিরভাগ সময় এটি অনেক বছর পরে, বৃদ্ধ বয়সে হঠাৎ অসুস্থতার সূত্র ধরে ধরা পড়ে।
 
আসলে, ওই ঘটনার প্রায় ৩৫ বছর আগে তিনি গর্ভধারণ করেছিলেন। ৭ মাস পর, শিশুটির আর স্বাভাবিকভাবে বিকাশ ঘটেনি। কিন্তু, ভ্রুণটি তাঁর পেটের ভিতরেই থেকে গিয়েছিল। সেই সময় শিশুটির ওজন ছিল ২ কেজি। কিন্তু, পেটের ভিতর থাকতে থাকতে, ধীরে-ধীরে ভ্রুণচি ক্যালসিফায়েড হয়ে পাথরে পরিণত হয়। এই অবস্থাকে চিকিৎসা পরিভাষায় লিথোপেডিয়ন বলে। এটা অত্যন্ত বিরল এক মেডিক্যাল অবস্থা। 

সারা বিশ্বের চিকিৎসা ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ৩০০টির মতো এমন ঘটনা দেখা গিয়েছে। তবে, পেটে ভ্রুণটি পাথর হয়ে যাওয়ায়, প্রাণ বেঁচেছে ওই মহিলার। চিকিৎসকরা জানিয়েছেন, না-হলে ওই মহিলার পেটে সংক্রমণ হতে পারত। তবে, আশ্চর্যের বিষয় হল, গর্ভে পাথর হয়ে যাওয়া সন্তানের কারণে এতদিন ওই মহিলার কোনও সমস্যা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়