শিরোনাম
◈ টাকা ছাপাতে বছরে ব্যয় ২০ হাজার কোটি: ক্যাশলেস লেনদেনে জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ কানাডায় ভারতীয় গ্যাং লরেন্স বিষ্ণোই চক্রের ভয়ংকর তৎপরতা:, সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি ◈ বিজ্ঞানীদের দাবি ২০৫০ সালের মধ্যে মানুষের আয়ু হবে ১,০০০ বছর! ◈ লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দেবে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ দ্রুত ‘ইলেকশন অ্যাপ’ উদ্বোধনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ দেশে ভোটার ১২ কোটি ৬১ লাখ, খসড়া তালিকায় নতুন যুক্ত ৪৫ লাখ ◈ জিরো রিটার্নধারীদের সতর্ক করলো এনবিআর, ভুল তথ্যে হবে শাস্তি ◈ যে ঘটনার কারণে রুশনারা আলী মন্ত্রিত্ব হারালেন! ◈ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ, দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ ◈ কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫, ১২:৩৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারে মিথ্যা অপহরণ নাটকের মূলহোতা আটক করেছে ট্যুরিস্ট পুলিশ

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার: কক্সবাজারে মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করার অভিযোগে এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

রবিবার (১০ আগস্ট) গভীর রাতে কক্সবাজার শহর থেকে আটক করা হয় চাঁদপুরের মতলব উত্তর থানার একলাছপুর গ্রামের মো. আবদুল কুদ্দুসের ছেলে মো. রাকিব (২০) কে।

ট্যুরিস্ট পুলিশ সূত্র জানায়, রাত ১১টার দিকে রাকিবের এক বন্ধু থানায় এসে অভিযোগ করে যে, রাকিব অপহৃত হয়েছে এবং অপহরণকারীরা মুক্তিপণ দাবি করছে। একই তথ্য রাকিবের পরিবারেও পৌঁছায়—যেখানে বলা হয়, নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যেই রাকিবকে উদ্ধার করে। তদন্তে জানা যায়, সে নিজেই লুকিয়ে থেকে অপহরণের গল্প সাজিয়েছে, মূলত পরিবারকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “এটি সম্পূর্ণ পরিকল্পিত একটি মিথ্যা অপহরণের ঘটনা। অভিযুক্তের লক্ষ্য ছিল পরিবারের কাছ থেকে টাকা আদায়। দ্রুত তথ্য যাচাই করে তাকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, ট্যুরিস্ট পুলিশ সব সময় পর্যটকদের নিরাপত্তায় সতর্ক রয়েছে এবং পর্যটন এলাকায় যেকোনো অপরাধ প্রতিরোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়