শিরোনাম
◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন ◈ লন্ডনে এক লাখেরও বেশি মানুষের অভিবাসনবিরোধী সমাবেশ, পুলিশের সঙ্গে সহিংস সংঘর্ষে আহত ২৬ কর্মকর্তা ◈ কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর তার সামনে স্বামীকে হত্যা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ১১:২৬ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অক্সফোর্ড গ্র্যাজুয়েট থেকে ফুড ডেলিভারি কর্মী: দিং ইউয়াংঝুর সংগ্রামী জীবনের গল্প অনুপ্রেরণা জাগাচ্ছে তরুণদের

সাউথ চায়না মর্নিং পোস্ট: যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ফুড ডেলিভারির কাজ করছেন চীনের এক ব্যক্তি। জুতসই চাকরি না পেয়ে কঠোর পরিশ্রমের এই পেশা বেছে নিয়েছেন তিনি। নিজের পরিশ্রমের গল্প সামাজিক যোগোযোগমাধ্যমে পোস্ট করে তরুণদের উৎসাহ জোগাচ্ছেন তিনি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হচ্ছে।

চীনের ওই ব্যক্তির নাম দিং ইউয়াংঝু (৩৯)। তাঁর বাড়ি চীনের ফুজিয়ান প্রদেশে। ২০০৪ সালে চীনের ন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেন। এই পরীক্ষা গাওকাও নামে পরিচিত।

এরপর সিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক পাস করেন দিং। চীনের আরেকটি সম্মানজনক বিশ্ববিদ্যালয় পিকিং ইউনিভার্সিটি থেকে জ্বালানি প্রকৌশল নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

দিং ইউয়াংঝুর উচ্চশিক্ষা এখানেই থেমে যায়নি। এরপর সিঙ্গাপুরের নানাইয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর শীর্ষস্থানীয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জীববৈচিত্র্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।

পড়াশোনা শেষ করে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেন ইউয়াংঝু। গত মার্চে তাঁর চাকরির চুক্তি শেষ হয়ে যায়। চাকরি হারানোর পর বিভিন্ন প্রতিষ্ঠানে একাধিক জীবনবৃত্তান্ত পাঠান। অন্তত ১০টি প্রতিষ্ঠানে মৌখিক পরীক্ষা দেওয়ার ডাক পান। কিন্তু কোথাও ভালো চাকরি মেলেনি।

উপায়ন্তর না দেখে ইউয়াংঝু সিঙ্গাপুরের একটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিবন্ধন করেন।

দিং ইউয়াংঝু সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরি নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, ‘এটা একটা স্থায়ী চাকরি। এই আয় দিয়ে আমি পরিবারকে সাহায্য করতে পারি।’

কয়েক মাস পর ইউয়াংঝু সিঙ্গাপুর থেকে আবার চীনে ফিরে যান। বর্তমানে বেইজিংয়ের মেইতুয়ানে একজন ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করছেন। মেইতুয়ান হলো চীনের একটি শীর্ষস্থানীয় কেনাকাটার প্ল্যাটফর্ম।

চীনে প্রতিবছরের জুনে গাওকাও পরীক্ষা হয়। মাস শেষে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। সম্প্রতি ইউয়াংঝু একটি ভিডিও পোস্ট করে গাওকাও পরীক্ষা শেষ করা শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছেন। অনুবাদ: প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়