স্পোর্টস ডেস্ক : শনিবার (১৩ সেপ্টেম্বর) সিরি আ'য় যোগ করা সময়ের গোলে ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে জুভেন্টাস। তুরিনের ওল্ড লেডিদের হয়ে লয়েড কেলি, কেনান ইলদিজ, খেফরান থুরাম ও ভাসিলিজে আদজিচ গোল করেন। মিলানের পক্ষে হাকান চলহানোগলু জোড়া গোল করেন। বাকি গোলটি মার্কাস থুরামের।
টানা ৩ জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভেন্টাস। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে মিলান। -- সময়নিউজ
ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপজয়ী লিলিয়ান থুরাম খেলোয়াড়ি জীবনে খেলেছেন ইতালির দুই ক্লাব পারমা ও জুভেন্টাসে। তার দুই ছেলেও ইতালির ক্লাব ফুটবল মাতাচ্ছেন। ছোট ছেলে খেফরান বাবার মতোই জুভেন্টাসে খেলেন। তবে বড় ছেলে মার্কাস খেলেন ইন্টার মিলানে। এদিন লিগে দুই দলের হয়ে মুখোমুখি হয়েছিল এই দুই ভাই, যেখানে দুজনই গোল করলেও বিজয়ের হাসি ছোটভাইয়ের।
এদিন বলের দখল ও গোলে শট নেয়ায় এগিয়ে ছিল ইন্টার মিলান। সফরকারীদের ১৮ শটের বিপরীতে জুভেন্টাস নিয়েছে ১২শট। তবে দুদলই সমান চারটি করে শট লক্ষ্যে রাখতে পেরেছে।
১৪ মিনিটে হাফ ভলিতে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন কেলি। তবে ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে নেয়া শটে নেরাজ্জুরিদের সমতায় ফেরান চলহানোগলু।
৩৮ মিনিটে জুভেন্টাস ফের এগিয়ে যায়। বক্সের অনেকটা বাইরে থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান ইলদিজ। এই লিড ধরে রেখেই বিরতিতে যায় জুভেন্টাস।
৬৫ মিনিটে ইন্টারকে সমতায় ফেরান চলহানোগলু। সতীর্থের হেড বক্সের বাইরে বুক দিয়ে নামিয়ে জোরাল শটে গোল করেন এই তুর্কি মিডফিল্ডার। ৭৬ মিনিটে গোল করে ইন্টারকে এগিয়ে দেন থুরাম। হেডে গোল করেন তিনি। ৮২ মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান মার্কাসের ছোট ভাই খেফরান।
ম্যাচ ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। পাঁচ মিনিটের যোগ করা সময়ের খেলার প্রথম মিনিটেই আবার ম্যাচের চিত্র পাল্টে যায়। বক্সের অনেকটা বাইরে থেকে ডান পায়ের জোরাল শটে জুভেন্টাস সমর্থকদের উল্লাসে ভাসান বদলি নামা আদজিচ।