শিরোনাম
◈ এবার ৩ দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ ◈ বড় পরিবর্তন আসছে গ্রিন কার্ডের আবেদনে ◈ এবার বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে যে দুঃসংবাদ দিলেন যুক্তরাষ্ট্র ◈ আমি কোন পরিস্থিতিতে আছি পৃথিবীর কাউকে বুঝাইতে পারব না, আমি মিরজাফর না: ক্ষমা চেয়ে রাহি বললেন (ভিডিও) ◈ লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা(ভিডিও) ◈ ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ৩ কোটি ৮৩ লাখ ডলারের মাছ রফতানি ◈ রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল ◈ বাংলাদেশের বিমানবাহিনীর আধুনিকায়ন: চীনের ১২টি জে-১০সি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ ◈ এক বাক্সে যাবে না ইসলামী দলের ভোট! ◈ ম‌্যান‌চেস্টার  ইউনাই‌টে‌ডের বেহাল দশা, কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায়

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ১১:১০ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর একমাত্র দেশ যেখানে একই সময়ে এক পাশে দিন, অন্য পাশে রাত

পৃথিবীর এমন একটি অঞ্চল রয়েছে যেখানে এক সময়ে এক পাশে দিনের আলো, অন্য পাশে রাতের অন্ধকার দেখা যায়। এটি ঘটে নিউজিল্যান্ডের চাথাম দ্বীপপুঞ্জ এবং ডেট লাইন সংলগ্ন অঞ্চলে।

বিশেষজ্ঞদের মতে, এর কারণ হলো ইন্টারন্যাশনাল ডেট লাইন (International Date Line)। এই কাল্পনিক রেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম অর্ধগোলায় ভাগ করে। ডেট লাইন পার হলে এক পাশে সূর্যোদয়, অন্য পাশে সূর্যাস্ত—ফলে একই মুহূর্তে এক পাশে দিন, অন্য পাশে রাত।

চাথাম দ্বীপপুঞ্জে এটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। এখানে সময় স্থানীয় সময়ের সাথে +৪৫ মিনিট পার্থক্য থাকে। অর্থাৎ নিউজিল্যান্ডের মূল ভূমি এবং চাথাম দ্বীপপুঞ্জের সময়ের মধ্যে অদ্ভুত এক ফারাক রয়েছে, যা পর্যটক ও গবেষকদের জন্য চমকপ্রদ অভিজ্ঞতা।

জ্যোতির্বিদরা বলেন, পৃথিবীর ঘূর্ণন, সূর্যের আপেক্ষিক অবস্থান এবং ডেট লাইন একত্রে এই চমকপ্রদ দৃশ্য তৈরি করে। পর্যটকরা এই অভিজ্ঞতা দেখতে পেলে বিস্ময়ে মুগ্ধ হন, আবার শিক্ষার্থীরা এটি ব্যবহার করতে পারে ভৌগোলিক ও সময় সম্পর্কিত জ্ঞান বোঝার জন্য।

বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, ডেট লাইন পার হওয়া দেশগুলোতে এমন অভিজ্ঞতা বিরল, যা পৃথিবীর ভৌগোলিক বৈচিত্র্য এবং সময় ব্যবস্থার জটিলতার একটি চমৎকার উদাহরণ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়