শিরোনাম
◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের ◈ নাহিদের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যে চ্যালেঞ্জ দিলেন সাদিক কায়েম ◈ আইএসপি লাইসেন্স বাতিল, যে তিন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করলে মিলবে শাস্তি! ◈ নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪ ◈ বাগেরহাটে ভাইরাস, বৃষ্টিতে মৎস্য খাত ধসের মুখে ক্ষতি ৫০ কোটির বেশি ◈ "কক্সবাজারে অস্ত্রের স্ফোরণ: রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ে বিপজ্জনক সন্ত্রাসী ঘাঁটি গড়ে উঠছে" ◈ আবেগ প্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল,আমি আসলে মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি ◈ সেনাবাহিনী কোনো দলকে বিশেষ চোখে দেখে না, নির্বাচন নিয়ে নির্দেশনা আসেনি: আইএসপিআর (ভিডিও) ◈ মৌলিক বিষয়ে সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে সরকার এগুবে: মির্জা ফখরুলের প্রত্যাশা ◈ জুয়ার নেশায় ভারতীয় ক্রিকেট বোর্ড  অফিস থেকে ২৬১‌টি জার্সি চুরি, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০২:২২ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'মানুষের ছদ্মবেশে' পৃথিবীতে বাস করছে বহু এলিয়েন: হার্ভার্ড গবেষণা

এনডিটিভি: এলিয়েনের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে মানুষের অদম্য কৌতূহল বহু বছর ধরেই। আমরা বাদে মহাবিশ্বে অন্য কোন প্রাণের অস্তিত্ব আছে কিনা, এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর আমাদের কাছে নেই। কিন্তু সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দাবি করা হয়েছে, এলিয়েনরা পৃথিবীতে গোপনে মানুষের ছদ্মবেশ নিয়ে আমাদের মাঝে বসবাস করতে পারে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হিউম্যান ফ্লোরিশিং প্রোগ্রামের গবেষকদের একটি নতুন গবেষণাপত্রে দাবি করা হয়েছে, পৃথিবীতে এলিয়েনের অস্তিত্ব থাকতে পারে এবং তারা ভূগর্ভে, চাঁদে বা মানুষের আশেপাশেই থাকতে পারে। গবেষণাটিতে বলা হয়েছে, ইউএফও কিংবা আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা (ইউএপি) পৃথিবীর এলিয়েন সঙ্গীদের কাছে ঘুরতে আসা অন্য গ্রহের এলিয়েনদের স্পেসশিপ হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, উল্লেখযোগ্য প্রমাণ এবং তত্ত্ব রয়েছে যা এলিয়েন থাকার সম্ভাবনার কথা বলে। লেখক এটিকে "ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল" হাইপোথিসিস (সিটিএইচ) নামে অভিহিত করেছেন। এই ধারণাটি প্রস্তাব করে, ইউএপি পৃথিবীতে লুকিয়ে থাকা অ-মানব বুদ্ধিমত্তার (এনআইএইচএস) ক্রিয়া হতে পারে।

গবেষণাটি তথাকথিত 'ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস'-এর ধারণা নিয়ে আরও তদন্ত করেছে। ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস বলতে এমন প্রাণীদের কথা বলা হয়েছে যারা হয়ত মানুষের ছদ্মবেশে আমাদের মধ্যে বসবাস করছে, ভবিষ্যৎ পৃথিবী থেকে এসেছে অথবা বুদ্ধিমান ডাইনোসর থেকে এসেছে।

গবেষণায় দাবি করা হয়েছে, চার রকমের ক্রিপ্টোটেরেস্ট্রিয়াল এর উপস্থিতি থাকতে পারে।

হিউম্যান ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

প্রযুক্তিগতভাবে উন্নত প্রাচীন মানব সভ্যতা যা অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু এ সভ্যতার কিছু অবশিষ্ট এখনও বিদ্যমান আছে।

হোমিনিড বা থেরোপড ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

প্রযুক্তিগতভাবে উন্নত অ-মানব সভ্যতা যা কিছু স্থলজ প্রাণীর সমন্বয়ে গঠিত এবং গোপনে বসবাস করার জন্য বিবর্তিত হয়েছিল। এরা বানরের মতো হোমিনিড বংশধর বা "অজানা ও বুদ্ধিমান ডাইনোসরদের" বংশধর হতে পারে।

প্রাক্তন এক্সট্রাটেরেস্ট্রিয়াল বা এক্সট্রাটেম্পেস্ট্রিয়াল ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

এই প্রাণীগুলো মহাজগতের অন্য কোথাও থেকে বা মানব ভবিষ্যৎ থেকে পৃথিবীতে এসেছে বলে ধারণা করা হয়। এরা চাঁদেও লুকিয়ে থাকতে পারে।

ম্যাজিকাল (জাদুকরী) ক্রিপ্টোটেরেস্ট্রিয়ালস

এমন সত্তা যা অন্য এলিয়েনদের মতো না হয় পরি বা জ্বীনের মতো। এই এলিয়েন এর ধারণা মানবজাতির পরি বা জ্বীন নিয়ে যে ধারণা তার সাথে মিলে যায়।

গবেষকরা স্বীকার করেছেন, তাদের গবেষণা "অধিকাংশ বিজ্ঞানীদের কাছে সন্দেহজনক হিসেবে বিবেচিত হতে পারে।" কিন্তু বৈজ্ঞানিক সম্প্রদায়ের প্রতি তাদের দাবিকে "জ্ঞানগত শ্রদ্ধা এবং খোলামেলা মনোভাবের সাথে" বিবেচনা করার আহ্বান জানান। গবেষণাপত্রটি এখনও পিয়ার-রিভিউ করা হয়নি। 

এর আগে একজন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছিলেন, মার্কিন সরকার "ফুটবল মাঠের আকৃতির" একটি অজানা উড়ন্ত বস্তু (ইউএফও) লুকিয়ে রেখেছে। অনুবাদ:টিভিএস নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়