শিরোনাম
◈ ১০০ আসনের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের ◈ নাহিদের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়ায় যে চ্যালেঞ্জ দিলেন সাদিক কায়েম ◈ আইএসপি লাইসেন্স বাতিল, যে তিন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করলে মিলবে শাস্তি! ◈ নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪ ◈ বাগেরহাটে ভাইরাস, বৃষ্টিতে মৎস্য খাত ধসের মুখে ক্ষতি ৫০ কোটির বেশি ◈ "কক্সবাজারে অস্ত্রের স্ফোরণ: রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ে বিপজ্জনক সন্ত্রাসী ঘাঁটি গড়ে উঠছে" ◈ আবেগ প্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল,আমি আসলে মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি ◈ সেনাবাহিনী কোনো দলকে বিশেষ চোখে দেখে না, নির্বাচন নিয়ে নির্দেশনা আসেনি: আইএসপিআর (ভিডিও) ◈ মৌলিক বিষয়ে সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে সরকার এগুবে: মির্জা ফখরুলের প্রত্যাশা ◈ জুয়ার নেশায় ভারতীয় ক্রিকেট বোর্ড  অফিস থেকে ২৬১‌টি জার্সি চুরি, গ্রেপ্তার নিরাপত্তারক্ষী

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকায় ধরা পড়ল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ হলো ব্ল্যাক মাম্বা!

সোমবার স্থানীয় এক বাসিন্দা বাড়ির আউটবিল্ডিংয়ে বিষাক্ত সাপটিকে দেখতে পেয়ে দ্রুত রিঅ্যাকশন ইউনিট দক্ষিণ আফ্রিকা (RUSA)-এর অপারেশন সেন্টারে যোগাযোগ করেন। সাড়া পেয়ে সেখানে পৌঁছান RUSA সদস্য এনকোসিনাথি এনডাবা। 

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ হলো ব্ল্যাক মাম্বা। কিং কোবরার পর এটি পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত সাপ। দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু-নাটালের ওসিনডিসওয়েনি এলাকায় একটি বাড়ির প্রাঙ্গণ থেকে একটি ব্ল্যাক মাম্বা সাপ ধরা হয়েছে। সাপটির দৈর্ঘ্য ২.২ মিটার।

ঘটনাস্থলে পৌঁছে তিনি একটি আলমারির পেছনে লুকিয়ে থাকা সাপটিকে খুঁজে পান। কোনো ঝামেলা ছাড়াই সেটিকে নিরাপদে ধরতে সক্ষম হন। ধৃত সাপটিকে চিকিৎসা পরীক্ষার জন্য একটি রেপটাইল পার্কে হস্তান্তর করা হবে। পরে প্রাকৃতিক পরিবেশে মুক্তি দেওয়া হবে।

বিশ্বের সবচেয়ে পাঁচটি বিষাক্ত সাপের মধ্যে এই সাপটি নিজের জায়গা করে নিয়েছে। ব্ল্যাক মাম্বা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সাপ। একটি পূর্ণ বয়স্ক ব্ল্যাক মাম্বার দৈর্ঘ্য গড়ে প্রায় ২.৫ মিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ৪.৩ মিটার।

এই প্রজাতির সাপটি আফ্রিকার ইথিওপিয়া, কেনিয়া, বতসোয়ানা, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, অ্যাঙ্গোলা, নামিবিয়া, কঙ্গো, মালাউই, মোজাম্বিক, সোয়াজিল্যান্ড, এবং দক্ষিণ আফ্রিকায় ব্ল্যাক মাম্বা দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়