আজ শুক্রবার ২০২৫ টি-টোয়েন্টি এশিয়া কাপের গ্রুপপর্বে শেষ ম্যাচ। মুখোমুখি হচ্ছে ভারত আর ওমান। তবে এই ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা। এরই মধ্যে সুপার ফোরের চার দল চূড়ান্ত হয়ে গেছে।
‘এ’ গ্রুপ থেকে উঠেছে ভারত আর পাকিস্তান। ‘বি’ গ্রুপ থেকে নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ। সুপার ফোরে চার দল একে অপরের বিপক্ষে খেলবে। অর্থাৎ প্রতি দল পাবে তিনটি করে ম্যাচ।
সুপার ফোরের চার দলের মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল উঠবে ফাইনালে। ফাইনাল দুবাইয়ে ২৮ সেপ্টেম্বর।
এক নজরে সুপার ফোরের সূচি
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (দুবাই)
২১ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান (দুবাই)
২৩ সেপ্টেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা (আবুধাবি)
২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত (দুবাই)
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-পাকিস্তান (দুবাই)
২৬ সেপ্টেম্বর: ভারত-শ্রীলঙ্কা (দুবাই)
ফাইনাল
২৮ সেপ্টেম্বর (দুবাই)