শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বাবার মৃত্যুর খবর পেয়ে কাঁদ‌তে কাঁদ‌তে আ‌মিরাত থে‌কে শ্রীলঙ্কায় ফিরে গে‌লেন দুনিথ ওয়েল্লালাগে

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ চলাকালীনই এল দুঃসংবাদ। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার পরেই বাবার মৃত্যুর খবর পেলেন শ্রীলঙ্কার দুনিথ ওয়েল্লালাগে। বৃহস্পতিবার মাহিশ থিকসানার পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তরুণ স্পিনার। ম্যাচ চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বাবা সুরঙ্গ ওয়েল্লালাগের। বয়স হয়েছিল ৫৪ বছর।

খেলার মাঝেই শ্রীলঙ্কার সাজঘরে এই দুঃসংবাদ পৌঁছোয়। তখন মাঠে ছিলেন ২২ বছরের স্পিনার। খেলার মাঝে তাঁকে বিষয়টি জানানো হয়নি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে যাওয়ার পর ওয়েল্লালাগেকে বাবার মৃত্যুর খবর জানান শ্রীলঙ্কা দলের ম্যানেজার। দুঃসংবাদ পাওয়ার পর মাঠেই বিধ্বস্ত দেখাচ্ছিল তাঁকে। বৃহস্পতিবার রাতের বিমানেই শ্রীলঙ্কায় ফিরেছেন ওয়েল্লালাগে। 

এই সময় পরিবারের সঙ্গে থাকতে চেয়ে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন তিনি। তাঁর আবেদন মঞ্জুর করেছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। উল্লেখ্য, শ্রীলঙ্কার তরুণ স্পিনারের বাবাও এক জন ক্রিকেটার ছিলেন।

এশিয়া কাপের বাকি ম্যাচগুলি খেলতে ওয়েল্লালাগে আবার সংযুক্ত আরব আমিরশাহিতে ফিরবেন কিনা, তা এখনও জানা যায়নি। তিনি বাড়ি ফেরার পর তাঁর সঙ্গে কথা বলবেন ক্রিকেট শ্রীলঙ্কার কর্তারা। এই পরিস্থিতিতে খেলতে না চাইলে তাঁকে জোর করা হবে না। 

শ্রীলঙ্কা দল সূত্রে এমনই জানা গিয়েছে। সেক্ষেত্রে তাঁর পরিবর্ত ক্রিকেটারের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে আবেদন জানাতে পারে শ্রীলঙ্কা।

এশিয়া কাপে অন্তত আরও তিনটি ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কাকে। সুপার ফোর পর্বে তাদের প্রথম ম্যাচ ২০ সেপ্টেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে। দ্বিতীয় ম্যাচ ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচ ২৬ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ ভারত। ফাইনালে উঠলে শ্রীলঙ্কাকে খেলতে হবে চারটি ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়