এল আর বাদল: অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু ঢাকাসহ সারা দেশে তাদের ঝটিকা মিছিল বেড়েই চলেছে। দেশের বাইরে দলটির কিছু নেতা-কর্মীকে সরকার-সংশ্লিষ্টদের হেনস্তা করতে দেখা গেছে।
অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। কিন্তু ঢাকাসহ সারা দেশে তাদের ঝটিকা মিছিল বেড়েই চলেছে। দেশের বাইরে দলটির কিছু নেতা-কর্মীকে সরকার-সংশ্লিষ্টদের হেনস্তা করতে এবং তাদের গাড়িতে ডিম-হামলা চালাতেও দেখা গেছে। ---- সূত্র, ডয়েচেভেলে
কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে চট্টগ্রামে পুলিশ মাইকিং করে বাড়ি বা মেস বাড়িতে ভাড়া দেয়ার আগে পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে বলা হয়েছে। মাইকিং করা হয়েছে কর্ণফুলি থানার পক্ষ থেকে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, “ নিষিদ্ধ সংগঠন নগরের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে। চট্টগ্রামেও করছে। তাই আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বাসা বা মেস যাদের ভাড়া দেয়া হবে, তাদের জাতীয় পরিচয়পত্রসহ তাদের সব পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে ভাড়া দেয়ার আহ্বান জানানো হয়েছে। এই আহ্বান পুরো চট্টগ্রাম মহানগরের জন্য।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিষিদ্ধ বা জঙ্গি সংগঠনের সদস্যদের ভাড়া না দেয়ার কথা আমরা বলিনি। আমরা বলেছি, পরিচয় নিশ্চিত না হয়ে যেন ভাড়া না দেয়া হয়।
সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে বেশ কিছু ঝটিকা মিছিল বের করেছে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ। তাদের আমরা আইনের আওতায়আনার চেষ্টা করছি, বলেন তিনি।
বেশি ঝটিকা মিছিল ঢাকায়
ঝটিকা মিছিল সবচেয়ে বেশি হচ্ছে ঢাকায়। একদিনে তিনটি ঝটিকা মিছিলও হয়েছে। আর প্রতিটি ঝটিকা মিছিলের পরই আওয়ামী লীগ ও ছাত্রলীগহ তাদের অন্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ফেসবুক পেজে মিছিলের ভিডিও প্রকাশ করা হয়েছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমেও সেসব ভিডিও ছড়িয়ে পড়েছে।
কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে বাংলাদেশের মূল ধারার সংবাদমাধ্যমে তাদের ঝটিকা মিছিলের খবর বা ছবি প্রকাশ করা হয় না। তবে কিছু অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো প্রকাশ করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও তাদের নিয়ন্ত্রিত ফেসবুক পেজগুলোতে ওইসব মিছিলের ভিডিও দ্রুতই ‘আপ’ করা হয়।
বৃহস্পতিবারও ঢাকার হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলের পর ১১ জনকে আটক করেছে পুলিশ।
তার আগে মঙ্গলবার শ্যামলি এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ কয়েকজনকে আটক করলেমোটর সাইকেলে আরেকটি দল এসে পুলিশের সঙ্গে সংঘাতের চেষ্টা করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এসময় ককটেল বিস্ফোরণ করা হয় বলেও অভিযোগ৷ পুলিশ ওই ঘটনায় মোট পাঁচ জনকে আটক করে।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক ডয়চে ভেলেকে বলেন, “তারা মিছিলের প্রস্তুতি নিতে গেলে আমরা প্রথমে চারজনকে আটক করি। তাদের মধ্যে একজন ককটেল বিষ্ফোরণ ঘটায়। এরপর মোটর সাইকেলে আরেকটি গ্রুপ এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করলে সেখান থেকে আরো একজনকে আটক করা হয়। কাউকে তারা ছাড়িয়ে নিতে পারেনি।”
গত ৫ সেপ্টেম্বর আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীর ধানমন্ডি ও তেজগাঁওয়ে একযোগে তিন জায়গায় ঝটিকা মিছিল কের করে। তেজগাঁওয়ের নাবিস্কো মোড় ও জিএমজি মোড় এবং ধানমন্ডির ৪/এ সড়ক - এই তিন এলাকায় দুপুরের পর মিছিল করে তারা।
ঢাকায় প্রায় প্রতিদিনই হচ্ছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ঢাকার বাইরেও হচ্ছে। শুধু দিনে নয়, রাতেও হচ্ছে এমন মিছিল। গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে ঢাকার মতিঝিলের দিলকুশা ডিবিএল ভবনের সামনে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগ দলের নেতা-কর্মীরা। পুলিশ সেখান থেকে পাঁচজনকে আটক করে।
এর তিন দিন আগে, ১৩ সেপ্টেম্বর দুপুরে বাংলামোটর ও গুলশানে ঝটিকা মিছিল করার সময় ১১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে ৯ সেপ্টেম্বর মিরপুর দারুসসালাম এলাকায় ঝটিকা মিছিলের পর আওয়ামী লীগের ১৮ জনকে আটক করা হয়। ঢাকার প্রতিটি এলাকায়ই ইতিমধ্যে কমপক্ষে একবার করে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা শহরগুলোতেও তাদের ঝটিকা মিছিল হচ্ছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-র উপ-কমিশনার মো. তালেবুর রহমান ডয়চে ভেলেকে বলেন, “গত ১৫ দিনে ঝটিকা মিছিল করার অপরাধে আমরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছি। তবে তারা কতগুলো ঝটিকা মিছিল করেছে সেই হিসাব আমাদের কাছে নেই।
ঝটিকা মিছিল থেকে শ্যামলীতে পুলিশের ওপর হামলার কথা স্বীকার করে তিনি বলেন, তারা হামলা করেছিল, কিন্তু কাউকে ছিনিয়ে নিতে পারেনি।”
তবে ঢাকা শহরে সেপ্টেম্বর মাসের প্রথম ১৮দিনে ৪২টি ঝটিকা মিছিল হয়েছে বলে দাবি করেছেন কার্যক্রম নিষিদ্ধ করা প্রাচীন রাজনৈতিক সংগঠনটির আত্মগোপনে থাকা এক নেতা। ডয়চে ভেলেকে তিনি বলেন, গত মাসে এত হয়নি। চলতি মাস থেকে আমরা ঝটিকা মিছিল বাড়িয়ে দিয়েছি। অক্টোবরে আরো বাড়বে। তবে সারা দেশে চলতি মাসে কতগুলো ঝটিকা মিছিল হয়েছে তার প্রকৃত সংখ্যা তিনি জানাতে পারেননি।
বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, এমন ঝটিকা মিছিলের জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে। কাজের সুবিধার জন্য নিজস্ব যোগাযোগ চ্যানেলও গড়ে তুলেছেন তারা। প্রতিটি মিছিলের একটি অগ্রবর্তী দল থাকে। তারা আগে রেকি করে পরিস্থিতি জানানোর পর মিছির বের করা হয়। ইদানীং মিছিলে মোটর সাইকেল আরোহীদের একটি দলও থাকে।
খুব অল্প সময়ের জন্য মিছিল করে তা মোবাইল ফোনে ধারণ করে দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তারা। মিছিল শেষ করে খুব দ্রুত সাধারণ মানুষের সাথে মিশে যান তারা। যাবার সময় হাতের ব্যানার ফেলে যান তারা। জানা গেছে, ফেলে যাওয়া ব্যানারগুলো তারা নিজেরাই তৈরি করার চেষ্টা করেন।
সরকার যা যা করছে
ঢাকার কয়েকটি থানার ওসির সঙ্গে কথা বলে জানা যায়, তারা এখন সব সময় এই ঝটিকা মিছিল নিয়ে টেনশনে থাকেন। সন্দেহজনক মনে হলে নিয়মিত বাসা-বাড়ি ও মেসবাড়িতে অভিযানও চালাচ্ছেন তারা। একাধিক ওসি দাবি করেন, আওয়ামী লীগের এক এলাকার নেতা-কর্মীরা অবস্থান পরিবর্তন করে আরেক এলাকায় চলে গেছে। বাইারে থেকে আসা সবচেয়ে বেশি নেতা-কর্মী এখন ঢাকায় অবস্থান করছেন বলেও মনে করেন ওই পুলিশ কর্মকর্তারা।
উপ পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, “ আসলে তারা এখন সংখ্যায় ঠিক কতজন আছে সেই হিসাব আমাদের কাছে নেই। তবে আমরা নিয়মিত নজরদারি করছি। তাদের চিহ্নিত করতে সাধারণ মানুষেরও সহায়তা নিচ্ছি।”
“আর তাদের কারা অর্থ সহায়তা করছে, ইন্ধন দিচ্ছে, তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা করছি, ’’ বলেন তিনি।
আর পুলিশ সদর দপ্তরের এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, “সরা দেশেই আমরা এই ঝটিকা মিছিল দেখতে পাচ্ছি। তবে গত এক মাসে কত ঝটিকা মিছিল বের হয়েছে সারা দেশে, কতজন আটক হয়েছে- তার সুনির্দিষ্ট হিসাব আমাদের কাছে নেই। তবে আটক হচ্ছে।
আমরা আসলে তিন পর্যায়ে আটক করছি। গোয়েন্দা তথ্যের ভিত্ততে আগাম, মিছিল চলাকালে এবং মিছিলের পরে। এই ঝটিকা মিছিল বেআইনি। আমরা কঠোর অবস্থানে আছি। আর আমরা তাদের অর্থ ও আশ্রয়দাতাদেরও শনাক্ত করে আইানের আওতায় আনছি,” বলেন তিনি।
গত শনিবার পুলিশ ঢাকায় এনায়েত করিম চৌধুরী নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করে৷ দুই দিনের রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি সরকার উৎখাত ও সরকারবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে তার বিরুদ্ধে।
ঢাকায় ঝটিকা মিছিল থেকে যাদের আটক করা হয়, তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কারো কারো বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও মামলা হচ্ছে বলে জানান পুলিশ কর্মর্তা তালেবুর রহমান।
আওয়ামী লীগের এসব ঝটিকা মিছিল নিয়ে সরকারও উদ্বিগ্ন। গত ৭ সেপ্টেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের ৯ উপদেষ্টা বৈঠক করেন।
বৈঠকে ঝটিকা মিছিলসহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করার সিদ্ধান্ত হয়। এছাড়া এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথা বলা হয়।
এদিকে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলে জবাবদিহি করতে হবে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-সহ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের।
পরিদর্শকদের থানা থেকে প্রত্যাহারও করা হবে বলে জানান তিনি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-র ৫০ থানার ওসি ও পরিদর্শকদের ইতিমধ্যে তা জানানো হয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গত রবিবার রাত ৯টার দিকে বেতারযন্ত্রে ৫০ থানার ওসি ও পরিদর্শকদের উদ্দেশে এই বার্তা দেন। বার্তায় বলা হয়, যেসব থানা এলাকায় ঝটিকা মিছিল হবে, সেই থানার ওসিসহ সবাইকে সে বিষয়ে জবাবদিহি করতে হবে। দায়িত্বে অবহেলা ও শিথিলতার কারণে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হবে তাদের।
বিদেশে হামলা, বিক্ষোভ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বিদেশ সফরে গিয়ে একাধিকবার আওয়ামী লীগের নেতা-কর্মীদের হেনস্তার শিকার হয়েছেন।২০২৪ সালের নভেম্বরে সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল আওয়ামী লীগ কর্মীদের হেনস্তার শিকার হন। আইএলওর একটি বৈঠকে যোগ দিতে সেখানে গিয়েছিলেন তিনি। গত ১৩ সেপ্টেম্বর লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়।
তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে বের হওয়ার সময় ওই হামলার চেষ্টা হয়। তবে লন্ডন দূতাবাসের দাবি, তখন গাড়িতে উপদেষ্টা মাহফুজ ছিলেন না। এর আগেও একবার বিদেশে তিনি হেনস্তার শিকার হন।
গত ২৫ আগস্ট নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটে হামলা চালিয়ে ভাঙচুর করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তখনও নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসের সামনে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করে। এইসব ঘটনায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশে মামলা করা হয়েছে।