শিরোনাম
◈ পরাজ‌য়ে শুরু, পরাজয় দি‌য়ে শেষ বাংলা‌দেশ দ‌লের টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট ◈ আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন ◈ ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ ◈ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি ◈ মামুনুল হক যা বললেন জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে ◈ আমাদের সবাইকে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে: রিজওয়ানা হাসান ◈ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ ◈ ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি উপাচার্যের বক্তব্য বিকৃতের প্রতিবাদ ◈ পাকিস্তানে ‘র’-এর নেটওয়ার্ক ভেঙে দিল সিটিডি: ছয়জন গ্রেপ্তার, অর্থায়নের প্রমাণ মিলেছে ◈ প্রায় ৭ লাখ মানুষের চিকিৎসায় মাত্র ১৩ জন চিকিৎসক, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও নানা অনিয়ম, ভোগান্তিতে রোগীরা

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তা‌নের ওয়াসিম আকরামের চোখে সেরা পাঁচ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক :  আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬ উইকেট শিকার, প্রায় দুই দশকের ক্যারিয়ার—ওয়াসিম আকরামের নাম ক্রিকেট ইতিহাসে লেখা সোনালি অক্ষরে। ব্যাটসম্যানদের জন্য ছিলেন দুঃস্বপ্ন। তবে তার নিজের চোখে সেরা ক্রিকেটার কারা? -- ক্রিকটাইম

সম্প্রতি স্টিক টু ক্রিকেট পডকাস্টে সেই উত্তর দিয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি বাঁহাতি পেসার।

সেখানে ওয়াসিম আকরামের চোখে সর্বকালের সেরা ব্যাটসম্যান হলেন ওয়েস্ট ইন্ডিজের মহাতারকা স্যার ভিভ রিচার্ডস। আকরাম বলেন, “অনেকে আমাকে জিজ্ঞাসা করে, আমি যাদের বিপক্ষে বল করেছি তাদের মধ্যে সেরা কে? আমার কাছে উত্তর সবসময় এক—স্যার ভিভিয়ান রিচার্ডস। শুধু তার ব্যাটিং নয়, তার ক্যারিশমা, উপস্থিতি—সবকিছু মিলিয়ে তিনি একেবারেই আলাদা ছিলেন।

১৯৮৪ সালে আন্তর্জাতিক অভিষেক ঘটে ওয়াসিম আকরামের। তখন রিচার্ডস ছিলেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। সাত বছরে ভিভের বিপক্ষে ২৫টি ম্যাচ খেলেছেন এই সাবেক পাকিস্তানি তারকা। সেই অভিজ্ঞতা নিয়েই তিনি বলেন, “৮৭-৮৮ সালে ভিভ তার ক্যারিয়ারের শেষদিকে ছিলেন। কী অসাধারণ এক চরিত্র! সবার নায়ক ছিলেন তিনি।

পডকাস্টে ওয়াসিম আকরাম আরও জানালেন, তার দেখা সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এরপর আছেন ভিভ রিচার্ডস, নিউজিল্যান্ডের মার্টিন ক্রো, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা এবং ভারতের শচীন টেন্ডুলকার।

তবে এখানেই শেষ নয়। বিশেষভাবে একজনের নাম আলাদাভাবে টেনে আনলেন আকরাম—অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর ভাষায়, রিকি পন্টিংয়ের বিপক্ষে আমি খুব কম খেলেছি। কিন্তু ওয়ানডেতে আমাকে সবচেয়ে ভুগিয়েছে অ্যাডাম গিলক্রিস্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়