আইরির হক,বেনাপোল (যশোর) :"এসো আলোকিত হই" ছাত্র জনতার গনঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলি"এই প্রতিপাদ্যে যশোরের বেনাপোলে জুলাই জাগরণ চিত্রাংকণ, আবৃত্তি, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৩ আগস্ট) সকালে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে "সৃজনশিখা" সংগঠন বেনাপোল শাখার আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করে।
"সৃজনশিখার" সভাপতি নাজমুল হুসাইন জয় এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। অনুষ্ঠানটির উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও "সৃজনশিখার" উপদেষ্টা আবু তাহের ভারত, মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী,ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মহাইমিনুল সাগর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।।