শিরোনাম
◈ আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন ◈ ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ ◈ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি ◈ মামুনুল হক যা বললেন জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে ◈ আমাদের সবাইকে পরিবর্তনের জন্য প্রস্তুত হতে হবে: রিজওয়ানা হাসান ◈ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৪৭ ◈ ডাকসু নির্বাচন নিয়ে ঢাবি উপাচার্যের বক্তব্য বিকৃতের প্রতিবাদ ◈ পাকিস্তানে ‘র’-এর নেটওয়ার্ক ভেঙে দিল সিটিডি: ছয়জন গ্রেপ্তার, অর্থায়নের প্রমাণ মিলেছে ◈ প্রায় ৭ লাখ মানুষের চিকিৎসায় মাত্র ১৩ জন চিকিৎসক, বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট ও নানা অনিয়ম, ভোগান্তিতে রোগীরা ◈ ইটনায় ইউএনও বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্যাটিং-‌বো‌লিং‌য়ে ব্যর্থ সাকিব আল হাসান, হারলো তার দল অ্যান্টিগা

স্পোর্টস ডেস্ক : শাই হোপ এবং শিমরন হেটমায়ারের ঝড়ো ব্যাটিংয়ে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে তিন উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। জবাবে ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ের সামনে ১৫.২ ওভারে ১২৮ রানে অল আউট হয় অ্যান্টিগা। 

ফলে ৮৩ রানে ম্যাচ জিতে নেয় গায়ানা। ব্যাট হাতে সাকিব আল হাসান করেন সাত বলে আট রান। এর আগে দুই ওভার বোলিং করেন সাকিব। দুই ওভারে ১৬ রান খরচায় উইকেটশূন্য ছিলেন এই অলরাউন্ডার। --- ক্রিক‌ফ্রেঞ্জি

ম্যাচে অবশ্য একটি ক্যাচ নেন সাকিব। ৫৪ বলে ৮২ রান করা শাই হোপের ক্যাচ নেন তিনি। জেইডেন সিলসের ফুল টসে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন হোপ, যা লুফে নেন সাকিব।

দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় গায়ানা। এরপর অবশ্য বৃষ্টি এবং ভেজা আউটফিল্ডের জন্য পুরো ৫০ মিনিট খেলা বন্ধ ছিল। খেলা শুরু হলে দলীয় ৬৪ রানে কেভলন অ্যান্ডারসনের উইকেট হারায় গায়ানা।

এরপর ১০৬ রানের জুটি গড়েন হোপ-হেটমায়ার। হোপ ১৮ ওভারের শেষ বলে ফিরলেও হেটমায়ার শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ২৬ বলে ৬৫ রান করে। তার ইনিংসে ছিল পাঁচটি করে চার-ছক্কার মার।

শেষ দুই ওভারের মধ্যে ৮ বলে অপরাজিত ২৫ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে দুইশ পার করান রোমারিও শেফার্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৬৬ রানে তিন উইকেট পড়লে উইকেটে নামেন সাকিব। যদিও সুবিধা করতে পারেননি তিনি।

পাওয়ার প্লে'র শেষ ওভারে শামার জোসেফের শর্ট পিচ ডেলিভারিতে পুল করে ফাইন লেগে ছক্কা হাঁকালেও এরপরের ওভারে ফিরে যান তিনি।

ইমরান তাহিরের ফুলার লেংথের বল সামনে এগিয়ে ক্রস ব্যাটে খেলতে গিয়ে লাইন মিস করে স্টাম্পিংয়ের শিকার হয়ে দলের বিপদ বাড়ান সাকিব। সাত বলে আট রান করেন তিনি।

সাকিবদের দলের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩১ রান আসে কারিমা গোরের ব্যাটে। সাকিবকে সরিয়ে চারে নামা বেভন জ্যাকবস করেন ২৬ রান। এ ছাড়া উল্লেখ করার মতো রান করেননি কেউই। ২১ রান খরচায় পাঁচ উইকেট নেন তাহির। হেরেও পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অ্যান্টিগা, পঞ্চম ম্যাচে এটি তাদের দ্বিতীয় হার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়