স্পোর্টস ডেস্ক : ২০১৯ সাল থেকে খেলা রউফের অবদানকে স্বীকার করতে এবং পাকিস্তানি সমর্থকদের প্রতি সম্মান জানাতে বিগ ব্যাশের আগামী আসরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) ‘হাউজ অব রউফ’ নামের একটি স্ট্যান্ড বরাদ্দ রাখতে যাচ্ছে দলটি।
মেলবোর্ন স্টার্সের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট এ বিষয়ে বলেন, ‘আমরা চাই পাকিস্তানি সমর্থকরা (স্টেডিয়ামে) আসুক, আমাদের ম্যাচ উপভোগ করুক এবং তাদের ঐতিহ্য তুলে ধরুক।
পাকিস্তান জাতীয় দলে তখনো অভিষেক হয়নি রউফের। তার আগেই গতির ঝলক দেখিয়ে তিনি সুযোগ পেয়ে যান বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সে। আন্তর্জাতিক ক্যারিয়ারে খ্যাতি লাভের আগে এমন একটি ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখানোটা যেকোনো ক্রিকেটারের জন্যেই নিঃসন্দেহে বড় অর্জন।
নিজের প্রতি আস্থা রাখার সে প্রতিদানও দেন রউফ। ২০১৯ সালের ওই আসরে নিজের দ্বিতীয় ম্যাচে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ২৭ রান খরচায় ৫ উইকেট নেন তিনি। স্বীকৃতি টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটিই তার সেরা বোলিং ফিগার।
একই আসরে সিডনি থান্ডারের বিপক্ষে হ্যাটট্রিক তুলে নেন রউফ। যা ছিল বিগ ব্যাশের ইতিহাসে প্রথম পাকিস্তানি এবং প্রথম মেলবোর্ন স্টার্সের বোলার হিসেবে প্রথম হ্যাটট্রিকের রেকর্ড।
সব মিলিয়ে ২২ ম্যাচ খেলে ৭.৭৫ ইকোনমি ও ১৬.৩৩ গড়ে মেলবোর্ন স্টার্সের হয়ে ৩৬ উইকেট নিয়েছেন রউফ। ফ্র্যাঞ্চাইজিটিতে তিনি দুবার ম্যাচ সেরাও হয়েছেন।
বিগ ব্যাশের আগামী আসরের পর্দা উঠবে ১৪ ডিসেম্বর। মেলবোর্ন স্টার্স নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ১৮ ডিসেম্বর। গত জুনের ড্রাফট থেকে রউফকে রিটেইন করেছিল মেলবোর্ন স্টার্স।