রাগ যেন তার নাকের ডগায়। কথায় কথায় মেজাজ হারান। যদিও এই স্বভাব জয়া বচ্চনের নতুন নয়। আগে শুধু পাপারাজ্জি দেখলেই রেগে যেতেন। কিন্তু যত দিন যাচ্ছে রাগ যেন বাড়ছে অভিনেত্রীর। তার মেজাজ থেকে রেহাই পাচ্ছেন না কেউই।
সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে সমাজবাদী পার্টির এক কর্মীকে রীতিমতো ধাক্কা মারেন জয়া। তিনি জয়ার সঙ্গে একটি নিজস্বী তুলতে চেয়েছিলেন, এই ছিল তার অপরাধ।
জয়া আগেও নানা ঘটনা ঘটিয়েছেন। কিন্তু কেন এমন করেন জয়া? যদিও জয়ার ছেলে-মেয়েরা অবশ্য মায়ের এই মেজাজ হারানোর নেপথ্যের কারণ প্রকাশ্যে আনলেন।
জয়ার মেজাজের তল পাওয়া বেশ শক্ত। পান থেকে চুন খসলেই কখনও চিৎকার করেন, কখনও আবার বকা দেন। জয়াকে নিয়ে তটস্থ থাকেন সবাই। অন্য তারকাদের ছবি তোলার জন্য হুটোপাটি করলেও জয়ার বিষয়ে সচেতন হয়ে উঠেছেন পাপারাজ্জিরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক বচ্চন নিজেই জানান, আজকাল বিমানবন্দরে তার মাকে দেখলে ছবি তোলার জন্য পাপারাজ্জি হুড়োহুড়ি করেন না। বরং তার ছবি না তুলেই বিমানবন্দরের অন্দরে প্রবেশের রাস্তা করে দেন।
ভাইয়ের কথা শুনে শ্বেতা বলেন, মায়ের আসলে দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে বেশি লোকজন দেখলেই দমবন্ধ হতে শুরু করে, সেই কারণে এমন আচরণ করে। আসলে এটা একপ্রকারের আতঙ্ক।