শিরোনাম
◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত স্বজনেরা ◈ ভারত থেকে আজই আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম: বিবিসি বাংলা ◈ জাকেরের ফিফটি ও বোলারদের দাপটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী ◈ কুমিল্লার ১১টি আসনেই সক্রিয় বিএনপি, বসে নেই জামায়াতও,২টি আসনে আলোচনায় এনসিপি ◈ মোংলা বন্দরে আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি এনবিআর চেয়ারম্যানের আহ্বান ◈ ‘জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও শক্তিশালী হবে’ ◈ সূচি অসুবিধা ও ধীরগতিতে ভোগান্তি—সরিষাবাড়ী রুটে তিন আন্তনগর ট্রেনেই বিলম্ব, বন্ধ ‘গরীবের ট্রেন’ ধলেশ্বরী এক্সপ্রেস

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫, ১০:৫১ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে ১ মিনিট নিরবতা, সবার বাহুতে থাকবে কালো ব্যাজ

স্পোর্টস ডেস্ক : ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে রয়েছে মিলাদ মাহফিলও।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এদিন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। --- ক্রিক‌ফ্রেঞ্জি

এই ম্যাচ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে জানিয়েছে বিসিবি। সেই সঙ্গে উভয় দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট এবং ম্যাচ অফিসিয়ালরা কালো বাহুবন্ধনী পরবেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না। বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে এবং জাতির এই শোকের সময়ে সংহতি প্রকাশ করছে।

সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এরই মধ্যে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাসরা এই ঘটনায় শোক জানিয়েছেন। এই ঘটনা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। শোক জানিয়েছেন সাকিব আল হাসানও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়