টানা নয়বার হারের পর আগের টি-টোয়েন্টিতে টস জিতেছিলেন লিটন দাস। এই ম্যাচে ফের পুরনো পথে হাঁটলেন বাংলাদেশের অধিনায়ক। টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠালেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। টস নামক ভাগ্য পরীক্ষায় জিতে আগে বোলিং বেছে নিলেন সালমান। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিটনের নেতৃত্বাধীন দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
উইনিং কম্বিনেশন ভেঙেছে বাংলাদেশ দল। পরিবর্তন এসেছে দুটি। ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম চলে গেছেন বাইরে। একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি ওপেনার নাঈম শেখ।
পাকিস্তানের একাদশে বদল এসেছে একটি। জায়গা হারিয়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ। তার পরিবর্তে সুযোগ পাওয়া ডানহাতি পেসার আহমেদ দানিয়ালের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে।
একই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সে ৭ উইকেটের অনায়াস জয় পেয়েছিল বাংলাদেশ। তাই এই ম্যাচ জিতলেই পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পাবে তারা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ: সালমান আলী আগা (অধিনায়ক), ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।