শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কাউ‌কে দোষা‌রোপ কর‌বো না, বি‌য়ে করাই হ‌চ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল: ক্রিকেটার শামি 

স্পোর্টস ডেস্ক :  সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে আক্ষেপ নিয়ে ভারতের পেসার মোহাম্মদ শামি ব‌লে‌ছেন, আমার জীবনের সবচাইতে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা। কাউকে দোষারোপ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ। 

ভারতীয় তারকা এ পেসার মাঠে যেমন আলোচনায় থাকেন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, তেমনি বিতর্কিত হয়েছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে গাঁটছড়া বাধেন তিনি। তবে, সময়ের সাথে সাথে পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে ২০১৮ সালে।

বিবাহ বিচ্ছেদের সেই মামলা এখনও লড়ে যাচ্ছেন শামি। ব্যক্তিগত জীবনকে একপাশে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য ধরে রেখেছেন তিনি। তবে সম্প্রতি এক টিভি অনুষ্ঠান ‘আপ কি আদালতে’ জানিয়েছেন বিয়ে নিয়ে তার না বলা সব কথা।

শামি বলেন, জীবন আমাদের অনেক কিছু শেখায়। স্বীকার করতে কোন অসুবিধা নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমার ভাগ্যই খারাপ। সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে হয়েছে। একদিকে বাড়ির পরিস্থিতি সামলানো, অন্যদিকে দেশের হয়ে পারফর্ম করা। এমন পরিস্থিতি প্রচন্ড মানসিক চাপ তৈরি করে।

এসব বিষয় নিয়ে নেটিজেনদের কাছ থেকে অনেক কটুক্তি শুনতে হয়েছে শামিকে। জীবনের কঠিন এই মূহুর্তে সবসময় পাশে পেয়েছেন দলের সতীর্থদের। বিশেষ করে কোহলির কাছ থেকে পরামর্শও নিয়েছেন কীভাবে নিজেকে ঠান্ডা রাখা যায়। দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্যতাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়