শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাব-৮ পটুয়াখালীর সদস্যদের হাতে ডাকাত সর্দার রুম্মান আটক

নিনা আফরিন ,পটুয়াখালী প্রতিনিধি : ঢাকার যাত্রাবাড়ি থেকে দক্ষিণাঞ্চলের চিহ্নিত ডাকাত সর্দার রুম্মানকে(২৮) আটক করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।

আজ ১৫ সেপ্টেম্বর সকালে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।  রুম্মানের বিরুদ্ধে  বরগুনা জেলার বামনা থানার ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। রুম্মান বরগুনার বামনা উপজেলার তুষখালী এলাকার সাহেব আলীর ছেলে।

র‍্যাব সুত্র জানায়, চলতি বছরের ২৪ মে প্রতিদিনের ন্যায় অনুমান রাত ১০ ঘটিকার সময় খাওয়া-দাওয়া শেষ করে যে যার মত ঘুমিয়ে পড়ে মামলার বাদী মো: মিরাজ। রাত অনুমান দেড় ঘটিকার সময় এজাহার উল্লেখিত ডাকাতদল ও অজ্ঞাতনামা আরও ৮/১০ জন ডাকাত বাদীর ঘরের দক্ষিণ পাশের দরজা জানালা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে বাদী ঘরে প্রবেশ করে।  এ সময় বাদি শব্দ পেয়ে ডাক চিৎকার দিলে ডাকাতগন বাদীর গলায় ছুরি ধরে বলে খুন করিয়া ফেলিবো। অস্ত্রধারী ডাকাতগণ বাদীকে টাকা-পয়সা স্বর্ণালংকার বের করে দেওয়ার জন্য বলে। বাদী দিতে অপারগতা প্রকাশ করলে অন্যান্য ডাকাতগণ বাদীর ঘর হতে নিম্ন বর্ণিত মালামাল লুণ্ঠন করিয়া নিয়া যায়।  যার মধ্যে ০২টি স্বর্ণের আংটি যাহার অনুমান ওজন ৮ আনা, মূল্য অনুমান ৭৫,০০০/-(পচাত্তর হাজার) টাকা, নগদ ৫০০০/-(পাঁচ) হাজার টাকা, ০১টি কালো রংয়ের বাটন ফোন যাহার মূল্য ১৭০০/-(এক হাজার সাত শত) টাকা, ০১টি কালো রংয়ের সিম্ফনি বাটন ফোন যাহার মুল্য অনুমান ১৪৫০/- (এক হাজার চার শত পঞ্চাশ) টাকা, ০১টি আইকম মোবাইল ফোন যাহার মূল্য অনুমান ১২০০/-(এক হাজার দুই শাত) টাকা, ০১টি এন্ড্রোয়েড ফোন Vivo Y18 যাহার যাহার মূল্য অনুমান, ১৭.০০০/- (সতের হাজার) টাকা) লুষ্ঠিত মালামালের মূল্য মোট অনুমান ১০১,৩৫০/-(এক লক্ষ এক হাজার তিন শত পঞ্চাশ) টাকা মাত্র। 

ডাকাতদল বাদীর ঘর থেকে উল্লেখিত বর্ণনার স্বর্নালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়া বাদীর ঘরের পশ্চিম পার্শ্বের দিকের দরজা দিয়া চলিয়া যায়। 

বাদী ডাকাত দলের কথা-বার্তা ও শারীরিক গঠন দেখিয়া এজাহারনামীয় ডাকাত মোঃ আনোয়ার হোসেন রিপন কাজী (৪০), পিতা-মৃত মতিউর রহমান কাজী, মাতা-আশুরা বেগম, সাং-লক্ষনা, ০৫নং ওয়ার্ড, গুলিসাখালী ইউপি, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুরকে চিনতে পারে। পরবর্তীতে বাদী থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন যা বামনা থানার মামলা নং-৮।

আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাকা যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়