স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান। তাদের দেওয়া ১২৮ রানের লক্ষ্য ১৫.৫ ওভারেই তারা করে সুরিয়া কুমার যাদবের দল।
তবে জয়-পরাজয় ছাপিয়ে এ ম্যাচে আলোচনার বিষয় ছিল অন্য ব্যাপার। যেমন ম্যাচ শেষে অপেক্ষায় থাকা পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত না মিলিয়েই ড্রেসিং রুমে ফেরে ভারতের ক্রিকেটাররা। -- ডেইলি ক্রিকেট
ক্রিকেট ভদ্র লোকের খেলা, যেখা ভাতৃত্ব, বন্ধন আর সৌহার্দ্য মিলে মিশে একাকার হয়। তবে ভারত-পাকিস্তান রাজনৈতিক কোন্দলের প্রভাব বরাবরের মতো দেখা গেলো মাঠেও।
এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। তাদের মধ্যে অন্যতম শোয়েব আখতার।
সাবেক এই গতি তারকা যেমনটা বলছিলেন, 'আমি বাকরুদ্ধ। ক্রিকেট ম্যাচকে রাজনৈতিক বানানো ঠিক নয়। এটা হতাশাজনক। এটা ক্রিকেট ম্যাচ, রাজনৈতিকভাবে দেখার দরকার নেই। আমরা ইতিবাচক বার্তা দিয়েছি। আমরা অনেক কিছু বলতে পারি হ্যান্ডশেক না করার বিষয়ে।'
'ঝগড়া লড়াই সব জায়গায় হয়, এমনকি ঘরের ভেতরেও। ভুলে যাও, এগিয়ে যাও। এটা ক্রিকেট, হাত মেলাও, সৌজন্য দেখাও।