মো. রমজান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এতে কেউ আহত না হলেও বিস্ফোরণের আঘাতে ভেঙে গেছে একটি সীমানা প্রচীরের দেওয়াল।
সোমবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের উপ-ধুমিহায়াতপুর এলাকার কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোঁয়া উড়ছে। পরে কবরস্থানে পাশে ককটেলের আলামত পড়ে থাকতে দেখা যায়। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫ থেকে ২০টি ককটেল এখানে ছিল। তবে পুলিশের দাবি ৫ থেকে ৬ টি ককটেল বিস্ফোরণ ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানান, রানিহাটির উপ-ধুমিহায়াতপুর এলাকায় একটি পারিবারিক কবরস্থানের পাশে ৫ থেকে ৬টি পরিত্যক্ত বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আলামত উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।