শিরোনাম
◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপাসিয়ায় একাদশের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

এ এইচ সবুজ,গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ার খিরাটীতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বঙ্গতাজ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনাসভা ও পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে নবীন শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গতাজ কলেজের অধ্যক্ষ মো: আওলাদ হোসেন খান'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মো: জাহাঙ্গীর বিন হামিদ।

অর্থনীতি বিভাগের প্রভাষক সুকুমার সেন ও মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মোসা: ইয়াসমিন বেগমের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শেখ আবু আশেক, জীব বিজ্ঞান বিভাগের সহ: অধ্যাপক তাসলিমা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো: শওকত হোসেন, গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য এবং শিক্ষানুরাগী মো: মাজহারুল হক, শিক্ষানুরাগী সোহরাব মোল্লা, কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মো: শফিকুর রহমান, গভর্নিং বডির সদস্য এবং দ্য রয়েল পাবলিসার্সের প্রকাশক মো: জামাল উদ্দিন আহমেদ, শিক্ষানুরাগী সোহরাব মোল্লা।

এছাড়াও কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সিদ্দিকুর রহমান অপু, রাকিব উল্লাহ, এ এইচ সবুজ।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর বিন হামিদ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তোমাদের লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে একজন আদর্শবান মানুষ হওয়া। আর এজন্যই তোমাদেরকে নিয়মিত কলেজে আসতে হবে এবং ক্লাস করতে হবে। বিশেষ করে মোবাইলের প্রতি আসক্তি কমাতে হবে।

এসময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদ্যুৎসাহী সদস্য মাজহারুল হক বলেন, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে, সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে এবং স্বপ্ন পূরণ করতে হবে। স্বপ্ন পূরণে তোমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পিতা- মাতার ভূমিকা অপরিসীম। তাই মায়েদের খেয়াল রাখতে হবে সন্তান কোথায় যায় এবং কি করে। সর্বোপরি ভালো ছাত্র-ছাত্রী হতে হলে মোবাইলের ব্যবহার ছাড়তে হবে।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদেরকে কলেজের ডায়েরি, ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকা,গভর্নিং বডির সকল সদস্য ও কলেজের সাবেক শিক্ষার্থীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়