শিরোনাম
◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী ◈ কুমিল্লার ১১টি আসনেই সক্রিয় বিএনপি, বসে নেই জামায়াতও,২টি আসনে আলোচনায় এনসিপি ◈ মোংলা বন্দরে আমদানি বাড়াতে ব্যবসায়ীদের প্রতি এনবিআর চেয়ারম্যানের আহ্বান ◈ ‘জালিম যতই শক্তিশালী হোক, জামায়াত তার চেয়েও শক্তিশালী হবে’ ◈ সূচি অসুবিধা ও ধীরগতিতে ভোগান্তি—সরিষাবাড়ী রুটে তিন আন্তনগর ট্রেনেই বিলম্ব, বন্ধ ‘গরীবের ট্রেন’ ধলেশ্বরী এক্সপ্রেস ◈ নিয়ন্ত্রণ হারানোর পরও পাইলট খালি মাঠ খুঁজছিলেন: বিমানবাহিনীর প্রধান ◈ সিরাজগঞ্জে ৫ শিক্ষক গড়ে তুলেছেন শক্তিশালী প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেট, শাস্তি পাচ্ছে না অভিযুক্ত শিক্ষকরা ◈ ৯ ঘণ্টা অবরুদ্ধের পর মাইলস্টোন ছাড়লেন দুই উপদেষ্টা ◈ চান্দিনায় নিম্নমানের সামগ্রীতে নির্মাণাধীন সড়কটি ভাঙ্গন, খানাখন্দে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫, ০৩:৩৬ দুপুর
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দেশ‌কে ২০২৭ সালে টেস্টের দ্বিতীয় স্তরে খেলতে হতে পারে

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে দুই স্তর কাঠামো চালু করার বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। এবার এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আইসিসি একটি কমিটি গঠন করেছে, দ্য গার্ডিয়ান। চলতি বছরের শেষে কমিটির প্রস্তাবনা বাস্তবায়ন করা হলে ২০২৭ সালে শুরু হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দ্বিতীয় স্তরে খেলবে বাংলাদেশ।

রোববার আইসিসির বার্ষিক সভায় টেস্টে দ্বিস্তর কাঠামো চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য আট সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ প্রস্তাবনা জমা দিতে বলা হয়েছে।

গ্রুপের প্রধান করা হয়েছে আইসিসির নবনিযুক্ত প্রধান নির্বাহী সংযোগ গুপ্তকে। এছাড়াও কমিটিতে আছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। তারা টেস্টে দুই স্তর চালু করার জোরাল সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

দুই স্তরের টেস্ট কাঠামো চালু হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৭-২০২৯ চক্র থেকে আসরে টেস্ট খেলুড়ে ১২টি দেশই অংশগ্রহণ করবে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে শীর্ষ ছয়টি দল থাকবে প্রথম স্তরে এবং পরের ছয়টি দল থাকবে দ্বিতীয় স্তরে।

এক্ষেত্রে ‘তিন মোড়ল’ হিসেবে পরিচিত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গে প্রথম স্তরে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কা। অন্যদিকে দ্বিতীয় স্তরে বাংলাদেশের সঙ্গী হবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেতে যাওয়া জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

তবে টেস্টকে দুই ভাগে ভাগ করতে আইসিসির ১২টি পূর্ণ সদস্য দেশের মধ্যে দুই-তৃতীয়াংশের সমর্থন লাগবে। এছাড়াও সবথেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উত্তরণ এবং প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে অবনমনের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো। অন্যদিকে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আয়োজনের ফলে আর্থিকভাবে লাভবান হয়ে থাকে বোর্ডগুলো। ফলে দ্বিতীয় স্তরে থাকা দেশগুলোর জন্য আর্থিক সহায়তার পরিমাণও বাড়াতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়