মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাই উপজেলার পাকিস্তান বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ অন্তজেলা ডাতাক দলের ৮জনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
সোমবার (২১জুলাই) দিনগত রাতে ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জ জেলার সিংগার থানার গোবিন্দল গ্রামের তারা মিয়ার ছেলে মিলন, একই উপজেলার মোঃ সিদ্দিক আলীর ছেলে মোঃ ইমন হোসেন,কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার হোসেনপুর গ্রামের মোঃ বাদল মিয়ার ছেলে মেহদী হাসান।
ইসলাম নগর গ্রামের মোঃ ফয়েজ মিয়ার ছেলে মোঃ চঞ্চল মিয়া, , ভাংগুরা গ্রামের মোজাফফর হোসেনর ছেলে মোঃ জাকির হোসেন, কাংশা গ্রামের আব্দুল করিমের ছেলে সেলিম, ইসলাম নগর গ্রামের মৃত সবুর উদ্দিন বেপারীর ছেলে মান্নান বেপাড়ী, ইসলাম নগর গ্রামের মৃত রহিজুদ্দিন বেপাড়ীর ছেলে মোঃ সাইদুর রহমান তারেক। এই সময় তাদের কাছ থেকে দুইটি রামদা, একটি চাপাতি, একটি ছোট কুড়াল ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান , অপরিচিত ৮-১০ জন সন্দেহভাজন ব্যক্তি দাঁড়ালো অস্ত্র সহ পাকিস্তান বাজারে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে থাকলে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত বিষয়টি আমাকে অবহিত করলে আমি ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে বিপুল পরিমাণ দাঁড়ালো অস্ত্রসহ ওই আন্তজেলা ডাকাত দলের আটজনকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার ধামরাই উপজেলার সীমান্ত এলাকায় অন্তজেলা ডাকাত দলের সদস্যরা এ অঞ্চলে ডাকাতি করার সুযোগ খোঁজে। স্থানীয় ব্যবসায়ীরা সচেতন হওয়ায় ডাকাতি হওয়ার আগেই ওই ডাকাত দলের সদস্যরা পুলিশের হাতে গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধামরাই থানার ওসি মরিরুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতিকালে পাকিস্তান বাজার এলাকায় এলাকাবাসি ধারালো অস্ত্রসহ ৮জন ডাকাতকে গ্রেফতার করেছে। পরে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতদের আটক করে ধামরাই থানায় আনা হয়। তাদের জিজ্ঞাসাবাদে আরো ৬জনের নাম জানা য়ায়। এই ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়,মামলা নাম্বার ২৩। আজ মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত ডাকাতদের ৭দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।