শিরোনাম
◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও)

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হন সচিবালয়ের সামনে। এ সময় এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তখন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম তাকে বলেন, “ইংরেজিতে ‘সেক্রেটারিয়েট’ বানান পারলে ছেড়ে দেব।” এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ডিসি মাসুদ আলম ওই শিক্ষার্থীকে বলেন, “সচিবালয়ের ইংরেজি ‘সেক্রেটারিয়েট’। যদি ইংরেজিতে বানান করতে পারো, তাহলে ছেড়ে দেব।” ওই শিক্ষার্থী উত্তর দেন, “SECETARY।” তখন ডিসি মাসুদ সঠিক বানান “SECRETARIATE” বলে শোনান এবং বলেন, “তুমি তো সব উল্টাপাল্টা করে ফেলছো, বানান পারো না—তাহলে কিভাবে ছেড়ে দেব?”

পরবর্তীতে ডিসি মাসুদ জিজ্ঞেস করেন, “তুমি কি পরীক্ষার্থী?” উত্তরে শিক্ষার্থী জানান, তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ডিসি তখন তাকে বলেন, “এইচএসসি’র পূর্ণরূপ কী?” শিক্ষার্থী উত্তর দেন, “হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট।” তখন ডিসি বলেন, “সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো এসএসসি হয়।” পরে শিক্ষার্থী উত্তর সংশোধন করে বলেন, “হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট।” এ সময় আশপাশে থাকা পুলিশ সদস্যরা হেসে ওঠেন। এরপর ডিসি মাসুদ ওই শিক্ষার্থীকে চলে যেতে বলেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন। সেখানে তারা স্লোগান দিতে থাকেন—“ভুয়া ভুয়া”, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে” ইত্যাদি। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়