শিরোনাম
◈ অশ্রুতে ভাসছে উত্তরার আকাশ-বাতাস: নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ◈ ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও) ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ৬ অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত স্বজনেরা ◈ ভারত থেকে আজই আসছে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম: বিবিসি বাংলা ◈ জাকেরের ফিফটি ও বোলারদের দাপটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ ◈ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আংশিক উৎপাদন বন্ধ, ফলে উত্তরাঞ্চলে লোডশেডিং ◈ পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০১:০৪ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও)

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হন সচিবালয়ের সামনে। এ সময় এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তখন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম তাকে বলেন, “ইংরেজিতে ‘সেক্রেটারিয়েট’ বানান পারলে ছেড়ে দেব।” এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ডিসি মাসুদ আলম ওই শিক্ষার্থীকে বলেন, “সচিবালয়ের ইংরেজি ‘সেক্রেটারিয়েট’। যদি ইংরেজিতে বানান করতে পারো, তাহলে ছেড়ে দেব।” ওই শিক্ষার্থী উত্তর দেন, “SECETARY।” তখন ডিসি মাসুদ সঠিক বানান “SECRETARIATE” বলে শোনান এবং বলেন, “তুমি তো সব উল্টাপাল্টা করে ফেলছো, বানান পারো না—তাহলে কিভাবে ছেড়ে দেব?”

পরবর্তীতে ডিসি মাসুদ জিজ্ঞেস করেন, “তুমি কি পরীক্ষার্থী?” উত্তরে শিক্ষার্থী জানান, তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ডিসি তখন তাকে বলেন, “এইচএসসি’র পূর্ণরূপ কী?” শিক্ষার্থী উত্তর দেন, “হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট।” তখন ডিসি বলেন, “সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো এসএসসি হয়।” পরে শিক্ষার্থী উত্তর সংশোধন করে বলেন, “হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট।” এ সময় আশপাশে থাকা পুলিশ সদস্যরা হেসে ওঠেন। এরপর ডিসি মাসুদ ওই শিক্ষার্থীকে চলে যেতে বলেন।

এর আগে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেন। সেখানে তারা স্লোগান দিতে থাকেন—“ভুয়া ভুয়া”, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে” ইত্যাদি। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়