শিরোনাম
◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে 

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০২ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

বিলুপ্ত হতে পারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ‘পরিসংখ্যান বাংলাদেশ’ নামে হতে পারে নতুন সংস্থা বদলাতে পারে প্রতিষ্ঠান প্রধানের পদবি আর সংখ্যা। আর মন্ত্রণালয়ের পরিবর্তে দায়বদ্ধ থাকবে আলাদা কাউন্সিলের কাছে।

এমন নানা সুপারিশ রেখে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে পরিসংখ্যান সংক্রান্ত টাস্কফোর্স কমিটি।

মূলত, বিবিএসের পরিসংখ্যান মানেই বিতর্ক। লোকে বলে, সংস্থাটির তথ্যের সাথে নাকি বাস্তবতার মিল নেই। মূল্যস্ফীতি আর জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিতর্ক সবচেয়ে বেশি। অনেক পরিসংখ্যান মিলে না অন্যান্য দফতরের সাথেও।

তারপরও জনসংখ্যা, কৃষি, শ্রমবাজার, দারিদ্র্য, মাথাপিছু আয়সহ নানা উপাত্ত সংগ্রহে গবেষণা আর জরিপ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তথ্য বা উপাত্তের জন্য সরকারের অফিসিয়াল সোর্সও এই বিবিএস, যা পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন।

এসব জটিলতা সমাধানে ও পরিসংখ্যান ব্যবস্থা সংস্কারে গত এপ্রিলে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানকে প্রধান করে নতুন টাস্কফোর্স গঠন করে সরকার।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে এই টাস্কফোর্স কমিটি তাদের খসড়া প্রতিবেদন জমা দেয়। কমিটির প্রধান ড. হোসেন জিল্লুর রহমান জানান, বিবিএসের নতুন নাম হতে পারে ‘স্ট্যাটিসটিক্স বাংলাদেশ’। তবে এটি স্বাধীন কমিশন হবে কি না সে সিদ্ধান্ত সরকারের।

এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠন মূল বিষয় নয়, বরং বিবিএসের সব তথ্য-উপাত্ত স্বাধীন ও যথার্থভাবে দিতে পারছে কি না সেটাই মুখ্য। কাগজে-কলমে স্বাধীন হলেও অনেক প্রতিষ্ঠান সরকারের তাবেদারি ছাড়তে পারে না; বিবিএস যেন তেমন কিছু না হয় সে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়