শিরোনাম
◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি ◈ ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয় বলে জানালেন উপ-প্রেস সচিব ◈ নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা ◈ ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য—জাপানি বিনিয়োগ বাড়াতে আকিয়ে আবের সঙ্গে ইউনূসের বৈঠক ◈ শ্রমিকের অধিকার নিজেরা  ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না: মঈন খান ◈ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার ◈ চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০২ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন

বিলুপ্ত হতে পারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ‘পরিসংখ্যান বাংলাদেশ’ নামে হতে পারে নতুন সংস্থা বদলাতে পারে প্রতিষ্ঠান প্রধানের পদবি আর সংখ্যা। আর মন্ত্রণালয়ের পরিবর্তে দায়বদ্ধ থাকবে আলাদা কাউন্সিলের কাছে।

এমন নানা সুপারিশ রেখে খসড়া প্রতিবেদন জমা দিয়েছে পরিসংখ্যান সংক্রান্ত টাস্কফোর্স কমিটি।

মূলত, বিবিএসের পরিসংখ্যান মানেই বিতর্ক। লোকে বলে, সংস্থাটির তথ্যের সাথে নাকি বাস্তবতার মিল নেই। মূল্যস্ফীতি আর জিডিপির প্রবৃদ্ধি নিয়ে বিতর্ক সবচেয়ে বেশি। অনেক পরিসংখ্যান মিলে না অন্যান্য দফতরের সাথেও।

তারপরও জনসংখ্যা, কৃষি, শ্রমবাজার, দারিদ্র্য, মাথাপিছু আয়সহ নানা উপাত্ত সংগ্রহে গবেষণা আর জরিপ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তথ্য বা উপাত্তের জন্য সরকারের অফিসিয়াল সোর্সও এই বিবিএস, যা পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন।

এসব জটিলতা সমাধানে ও পরিসংখ্যান ব্যবস্থা সংস্কারে গত এপ্রিলে অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানকে প্রধান করে নতুন টাস্কফোর্স গঠন করে সরকার।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে এই টাস্কফোর্স কমিটি তাদের খসড়া প্রতিবেদন জমা দেয়। কমিটির প্রধান ড. হোসেন জিল্লুর রহমান জানান, বিবিএসের নতুন নাম হতে পারে ‘স্ট্যাটিসটিক্স বাংলাদেশ’। তবে এটি স্বাধীন কমিশন হবে কি না সে সিদ্ধান্ত সরকারের।

এ সময় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, স্বাধীন পরিসংখ্যান কমিশন গঠন মূল বিষয় নয়, বরং বিবিএসের সব তথ্য-উপাত্ত স্বাধীন ও যথার্থভাবে দিতে পারছে কি না সেটাই মুখ্য। কাগজে-কলমে স্বাধীন হলেও অনেক প্রতিষ্ঠান সরকারের তাবেদারি ছাড়তে পারে না; বিবিএস যেন তেমন কিছু না হয় সে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়